ad
ad

Breaking News

যশপ্রীত বুমরা

সেরার তালিকায় যশপ্রীত বুমরা

Bengla Jago Desk: ভারতীয় দলের অন্যতম পেস বোলার যশপ্রীত বুমরা এবার আইসিসি-র অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় ঢুকে পড়লেন। অথচ তিনি বিশ্বকাপ ক্রিকেটে দলে জায়গা করে নিতে পারবেন কিনা তা নিয়েছিল সংশয়। দলের সুযোগ পাওয়ার পর নিজের সেরাটা দেখিয়ে দিয়েছেন এই ক্রিকেটার। তার প্রতিটি ম্যাচের সাফল্য দেশকে জয় এনে দিতে সাহায্য করে। হাতেনাতে তার রেজাল্টও […]

Bengla Jago Desk: ভারতীয় দলের অন্যতম পেস বোলার যশপ্রীত বুমরা এবার আইসিসি-র অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় ঢুকে পড়লেন। অথচ তিনি বিশ্বকাপ ক্রিকেটে দলে জায়গা করে নিতে পারবেন কিনা তা নিয়েছিল সংশয়। দলের সুযোগ পাওয়ার পর নিজের সেরাটা দেখিয়ে দিয়েছেন এই ক্রিকেটার। তার প্রতিটি ম্যাচের সাফল্য দেশকে জয় এনে দিতে সাহায্য করে। হাতেনাতে তার রেজাল্টও পেলেন এই বোলার। আইসিসির অক্টোবরের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিতে পেরেছেন।

বুমরাহের পাশাপাশি আরো যারা এই তালিকায় জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কুইন্টন ডি’কক এবং রাচিন রবীন্দ্র। এবারের বিশ্বকাপ প্রতিযোগিতাই এই তিন ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিশ্বকাপে আরও অনেক বোলারই ভাল খেললেও ধারাবাহিক ভাল খেলার বিচারে বুমরা বাকিদের ছাপিয়ে গিয়েছেন। আর সেই ছাপিয়ে যাওয়া তাকে আইসিসি রেংকিং এ জায়গা করে নিতে সাহায্য করেছে। অক্টোবর মাসে তিনি ১৪টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ উইকেট রয়েছে।

ইকোনমি ডেটের ক্ষেত্রে তার বোলিং অন্যদের টেক্কা দিয়েছে। যশপ্রীত বুমরার ইকনমি রেটও বাকি বোলারদের থেকে কম। ব্যাটসম্যানদের মধ্যে নজর কেড়েছেন কুইন্টন ডি’কক। এবারের বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। আর আগে বড় প্রাপ্তি আইসিসি রেংকিং এ জায়গা করে নেওয়া। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর শতরান করেন। অক্টোবরে ৪৩১ রান করেছেন তিনি। গড় ৭১.৮৩।

Free Access