চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে শক্ত ভিত গড়ে দিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। কিন্তু সেই প্রশংসনীয় ইনিংসের মাঝেই উঠে এসেছে এক বিতর্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ধারিত নিয়ম ভেঙে একা মাঠে পৌঁছে গিয়েছিলেন জাডেজা, যা দলের একতার নিয়মের পরিপন্থী। জানা গিয়েছে, দ্বিতীয় দিনের খেলা শুরুর অনেক আগেই এজবাস্টনের মাঠে পৌঁছে যান জাডেজা। তখন দলের বাকিরা এখনও হোটেলেই ছিলেন। একা একাই শুরু করেন ব্যাটিং অনুশীলন। পরে মাঠে আসেন শুভমান গিল-সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটার (Jadeja)।
আরও পড়ুনঃ Session Extension: মেয়াদ বাড়ল বাদল অধিবেশনের, একাধিক ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা
ভারতীয় বোর্ডের ১০ দফা আচরণবিধি অনুযায়ী, ম্যাচ বা অনুশীলনের সময় ক্রিকেটারদের একসঙ্গে একই বাসে যাতায়াত করতে হবে। আলাদা যানবাহনের ব্যবস্থা করলে দলের মধ্যে তারকা সংস্কৃতি মাথাচাড়া দেয় এবং ঐক্য নষ্ট হয়।সেইসঙ্গে বোর্ডের নিয়মে আরও একটি ধারা রয়েছে । সেখান বলা হয়েছে,যদি প্রধান কোচ ও নির্বাচক কমিটির চেয়ারম্যানের অনুমতি থাকে, তবে কোনো ক্রিকেটার একা যাতায়াত করতে পারেন। এই পরিস্থিতিতে বোর্ডের বর্তমান মেন্টর গৌতম গম্ভীর জাডেজাকে আগেভাগে অনুশীলনের অনুমতি দিয়ে থাকতে পারেন বলেই মনে করছেন অনেকে। কারণ, এই নিয়ম গম্ভীরের পরামর্শেই চালু হয়েছিল। তাঁর উপস্থিতিতে সেই নিয়ম না মেনে কাজ করা কঠিন। বলা বাহুল্য এই নিয়ম ২০২৩ সালে চালু করা হয়, যখন নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয় ভারত (Jadeja)।
এরপরই কড়া নিয়মে ফেরে বোর্ড। খেলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাডেজা বলেন, ‘ বলটা তখনও নতুন ছিল। তাই আগে গিয়ে একটু বাড়তি অনুশীলন করতে চেয়েছিলাম। নতুন বল বুঝে নিলে পরে রান তোলায় সুবিধা হয়। ভাগ্য ভালো, সেই বাড়তি অনুশীলন কাজে লেগেছে।’ তাঁর মতে, আগেভাগে অনুশীলনের সিদ্ধান্ত পুরোপুরি দলের সাফল্যের লক্ষ্যেই নেওয়া। যেহেতু জাডেজার আগে যাওয়া দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে, এবং বোর্ডের পক্ষ থেকেও এখনও কোনও মন্তব্য আসেনি, তাই জাডেজার শাস্তির সম্ভাবনা প্রায় নেই বলেই ধারণা।জাডেজার বাড়তি অনুশীলনের সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিলেও, তা যে মাঠে কাজে দিয়েছে, তা তাঁর ইনিংসেই স্পষ্ট। তবে বোর্ডের অভ্যন্তরীণ নিয়ম মানা নিয়ে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করতে হতে পারে খেলোয়াড়দের। দলের ঐক্য বজায় রাখাই যে বড় লক্ষ্য, তা বোর্ড বারবার বুঝিয়ে দিয়েছে (Jadeja)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/