ad
ad

Breaking News

Kirti Azad

ক্রিকেট প্রশাসনে আসতে চলেছেন কীর্তি?

আগামী মাসে অনুষ্ঠিত হবে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে সভাপতির পদে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ।

Bangla Jago Desk: কীর্তি আজাদ। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আদতে দিল্লির বাসিন্দা হলেও বর্তমানে তিনি বাংলার সাংসদ। তবে ক্রিকেট ব্যাট তুলে রাখার পর আর সেভাবে ক্রিকেট খেলা নিয়ে মাথা ঘামাতে দেখা যেত না, প্রাক্তন এই জাতীয় ক্রিকেটারকে। রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত থাকতেন তিনি।

এবার রাজনীতিতে পোড় খাওয়া সেই কীর্তি এবার ক্রিকেট প্রশাসকের ভূমিকায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর, আগামী মাসে অনুষ্ঠিত হবে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে সভাপতির পদে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ। পাশাপাশি কীর্তি আরও জানান, যদি তিনি এই নির্বাচনে জয়ী হন, তাহলে ক্রিকেটের উন্নতির স্বার্থে তিনি আপোষহীন লড়াই করবেন।

উল্লেখ্য, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর ডিএসএস-র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডাইরেক্টর এবং আধিকারিকদের মিলিয়ে মোট ১২টি আসনে নির্বাচন হবে। ফলাফল প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। আগামী ১৯ নভেম্বর এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেন এই প্রাক্তন ক্রিকেটার।

ক্রিকেট প্রশাসকের ভূমিকা এসে কি কাজ করতে চান? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কীর্তি বলেন, আমাদের সময়ে দিল্লি থেকে বহু ক্রিকেটার উঠে আসতেন জাতীয় দলের হয়ে খেলার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আর সেভাবে কোনও প্রতিশ্রুতিমান খেলোয়াড় উঠে আসেন না। এইজন্য আমার প্রধান কাজই হবে দিল্লির বিভিন্ন জায়গায় অ্যাকাডেমি তৈরি করা। যাতে সেখান থেকেই পরবর্তীকালে উঠে আসেন জাতীয় দলের তারকারা।