চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: জাতীয় দলের জার্সিতে আর কতদিন খেলবেন রোহিত শর্মা? নাকি ২০২৭ সালের বিশ্বকাপেও দেখা যাবে তাঁকে? এবার তা রোহিতের কাছ থেকেই স্পষ্টভাবে জানতে চায় বিসিসিআই। সূত্রের খবর, এই বিষয়ে তাঁর সঙ্গে কথা বলার জন্য বোর্ডের তরফ থেকে একটি নির্দেশও দেওয়া হয়েছে রোহিতকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তাঁর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বোর্ড কর্তাদের। মনে করা হচ্ছে সেই বৈঠকেই ঠিক হয়ে যাবে হিটম্যানের ভবিষ্যৎ।
এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক কর্তা জানান, ‘বর্ডার-গাভাসকর ট্রফি চলার সময়ই রোহিতের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ডের কর্তারা। সেই বৈঠকে তাঁর অবসরের বিষয় নিয়ে বোর্ডের পক্ষ থেকে রোহিতকে বলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তাঁর ভবিষ্যৎ নিয়ে অবস্থান স্পষ্ট করার কথা বলা হয়েছে। কেননা বিসিসিাই-র মূল লক্ষ্যই হচ্ছে পুরো ব্যাপারটাই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোক। অবশ্য রোহিতের এই বিষয়টি নিয়ে যা সিদ্ধান্ত হবে তা চ্যাম্পিয়ন্স ট্রফির পরই।’
উল্লেখ্য সংবাদ সংস্থা সূত্রে খবর, বিসিসিআই চায় উভয় ফর্ম্যাটেই পরিবর্তন শুরু হউক। একদিনের ও টেস্টে ম্যাচে একজন স্থায়ী অধিনায়কের বিকল্প খুঁজতে আগ্রহী বোর্ড কর্তারা। সেই কারণেই রোহতিকে তাঁর পরিকল্পনা জানাতে বলা হয়েছে।
তবে রোহিতকে নিয়ে বোর্ডের যতটা মাথাব্যথা। বিরাটকে নিয়ে অবশ্য ততটা নয়। তার প্রধান কারণই হল কোহলির ফিটনেস। টেস্ট ম্যাচে রোহিতের মতো তাঁর ব্যাটেও রান নেই দীর্ঘদিন। কিন্তু তবুও বোর্ড কর্তারা বিরাটের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে চান না। তাঁকে আরও বেশ কিছুদিন সময় দিতে চান। এমনকী টেস্টের পাশাপাশি, একদিনের ক্রিকেটেও তাঁর ফর্মও নিয়ে বোর্ডের চিন্তা না থাকাটা এক কথায় স্পষ্ট করে দিচ্ছে, যে বিরাটকে নিয়ে এখনই কিছু ভাবতে রাজি নয় বোর্ড কর্তারা।