ad
ad

Breaking News

Ice Hockey

প্রতিবন্ধতাকে দূর করে আইস হকির আসর মাত করছেন ইরানি মহিলারা

ইরানে আইস হকি লিগ শুরু হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। মাত্র তিন বছর অতিক্রান্ত হওয়ার পরই উল্লেখযোগ্যভাবে এই খেলার প্রসার বেড়েছে। এমনকি ২০২৪ সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত এশিয়া অ্যান্ড ওসিয়ানিয়া কাপেও অপরাজিত থেকে জয় করেছে ইরান।

Iranian women conquer ice hockey by overcoming obstacles

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মরুশহর ইরান। উপমহাদেশের এই দেশটিতে এখনও বিরাজমান ধর্মীয় রক্ষনাশীলতা। যার কারণেই সে দেশের মহিলাদের মুখোমুখি হতে হয় অনেক প্রতিবন্ধকতার। তবুও হার মানতে রাজি নন তাঁরা। সেই কঠিন প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করেই আইস হকি খেলে চলেছেন ইরানি মহিলারা।

ইরানে আইস হকি খেলা শুরু হয়েছিল আজ থেকে মাত্র সাড়ে তিন বছর আগে। এই ব্যাপারে আইস হকির অন্যতম সদস্য সোহেইলা খোসরাভি জানান, ‘যেদিন প্রথম আমি আইস হকির স্টিক হাতে পাই, সেদিন থেকে এই খেলার প্রতি আমার ভালবাসা জন্মে যায়।’

উল্লেখ্য, আইস হকি খেলার জন্য দুই বছর আগে ইম্পিহান প্রদেশে নিজের ঘরবাড়ি ছেড়ে তেহেরানে চলে এসেছেন খোসরাভি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘তেহেরানে একা থাকাটা আমার কাছে সত্যিই কঠিন একটা বিষয়। কিন্তু আইস হকিকে ভালবেসে ফেলার কারণে আমাকে সেটাও করতে হচ্ছে।’ এমনকি ইরানে মহিলা খেলোয়াড়দের অনেক সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই যে খেলা চালিয়ে যেতে হয় সে কথা জানাতেও ভুললেন না খাসরাভি।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরই ইরানে পোষাকের ওপর বিধিনিষেধ সংক্রান্ত আইন জারি হয়। সেই বিধিনিষেধ মেনেই মহিলা খেলোয়াড়দের মাথায় হেলমেটের নিচে হিজাব পড়তে হয়। যদিও সম্প্রতী অনেক মহিলা খেলোয়াড়রই এখন এই বিধিনিষেধ মানতে নারাজ।

ইরানে আইস হকি লিগ শুরু হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। মাত্র তিন বছর অতিক্রান্ত হওয়ার পরই উল্লেখযোগ্যভাবে এই খেলার প্রসার বেড়েছে। এমনকি ২০২৪ সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত এশিয়া অ্যান্ড ওসিয়ানিয়া কাপেও অপরাজিত থেকে জয় করেছে ইরান।