ad
ad

Breaking News

Inter Miami CF

Inter Miami CF: এলএম টেনের জোড়া গোলে, মেজর লিগে জয় পেল ইন্টার মিয়ামি

সেই ম্যাচে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারিয়ে পুরো পয়েন্ট পকেটে পুড়ে নিলেন মেসি-সুয়ারেজরা।

inter-miami-montreal-4-1-messi-brace-mls

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল ইন্টার মিয়ামিকে। এনরিকের পিএসজি কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছিল মেসি-সুয়ারেজদের। এবার সেই ম্যাচের ঝড় সামলে শনিবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে নেমেছিল মিয়ামি। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মন্ট্রিয়াল। সেই ম্যাচে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারিয়ে পুরো পয়েন্ট পকেটে পুড়ে নিলেন মেসি-সুয়ারেজরা।(Inter Miami CF)

আরও পড়ুনঃ Mahua Maitra: ইসির নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মহুয়ার

নিজেদের ঘরের মাঠে মিয়ামির বিপক্ষে মন্ট্রিয়ালের শুরুটা খুব একটা খারাপ হয়নি। ম্যাচ সবে তখন মিনিট দুয়েক হয়েছে। মিয়ামির জালে বল জড়িয়ে দেন মন্ট্রিয়ালের প্রিন্স ওয়াসুর। গোল খেয়েই সম্বিত ফেরে মিয়ামির ফুটবলারদের। গোল শোধের জন্য প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে থাকে তাঁরা। অবশেষে ৩৩ মিনিটে সমতায় ফেরে ইন্টার মিয়ামি। মেসির সাজানো পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন আলেন্দ্রে। মিয়ামি তাদের দ্বিতীয় গোল পায় ম্যাচের ৪০ মিনিটে। এবার তাদের হয়ে স্কোরশিটে নাম তুললেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মন্ট্রিয়ালের চার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মেসির এই দুরন্ত গোল মিয়ামির দর্শকরা মনে রাখবেন আজীবন।(Inter Miami CF)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

দ্বিতীয়ার্ধে মিয়ামির হয়ে প্রথম ব্যবধান বাড়ান তালাসকো সেগোভিয়া। এই গোলের দু’মিনিট বাদে মিয়ামির হয়ে ফের ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সেই এলএম টেন। এই ম্যাচে জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকল ইন্টার মিয়ামি।(Inter Miami CF)