চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: পহেলগাঁও হামলার পর ভারতীয় ক্রিকেট খেলোয়াড়রা যেভাবে পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন, সেই পথে হাঁটলেন না দেশের হকি ফেডারেশন। বরঞ্চ সম্পূর্ণ উল্টো পথে হেঁটে পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে তাঁদের আপত্তি নেই বলেই স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় হকি ফেডারেশন (Indian Hockey Federation)।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈশারণে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। যে হামলায় নিহত হয়েছিলেন প্রায় ২৬ জন নিরীহ পর্যটক। তারপরই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গোটা ঘটনার জন্য অভিযোগের আঙুল তোলা হয় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির দিকে। এবং বিশ্বের দরবারে ভারত বার বার এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু করে। সেই ঘটনার জের হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘অপারেশন সিঁন্দুর’-এর মাধ্যমে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হয়।
এখানেই শেষ নয়। এই ঘটনার জের ছড়িয়ে পড়ে ক্রিকেটের মঞ্চে। প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে না যাওয়া এবং তারপর সদ্য এশিয়া কাপে ভারত পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করা ও সবশেষে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাক মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়া এই সবই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার অঙ্গ (Indian Hockey Federation)।
এই প্রসঙ্গে ভারতীয় হকি ফেডারেশনের সচিব ভোলানাথ সিং জানান, ‘আমরা ক্রিকেট দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত নই। ক্রিকেটাররা যেটা করেছেন সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। আমারা এফএইচআই-র নির্দেশ মেনে চলি। এমনকি ভারতীয় ফেডারেশনও আমাদের এমন নির্দেশ দেননি যে পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করা যাবে না।’
এরপর তিনি আরও বলেন, ‘আমাদের ফেডারেশনের মূল লক্ষ্যই হচ্ছে দেশের জার্সিতে মাঠে পারফরম্যান্স করা। আমরা মনে করি খেলার মাঠে খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে চলা উচিত।’ তবে কেন ভারতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপে পাকিস্তান তাদের হকি দল পাঠায়নি তা নিয়ে কোনওরকম মন্তব্য করতে রাজি হননি ভোলানাথ (Indian Hockey Federation)।