ad
ad

Breaking News

T20 World Cup

T20 WC : সুপার এইটের প্রথম ম্যাচে জয় ভারতের

Bangla Jago Desk : সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজে বার্বাডোসের কিংস্টন ওভার স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। প্রথমে শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র ১১ রানেই প্রথম উইকেট হারায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে মাত্র ৮ রান করে ফারুকীর বলে রশিদ খানের […]

India won the first match of the Super Eight

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজে বার্বাডোসের কিংস্টন ওভার স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। প্রথমে শুরুটা খুব একটা ভালো হয়নি। মাত্র ১১ রানেই প্রথম উইকেট হারায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে মাত্র ৮ রান করে ফারুকীর বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ডাগাউটে উঠে ফেরেন। তার পরে বিরাট কোহলি এবং ঋষভ পন্থ একটা ভালো পার্টনারশিপ করলেও, ২০ রানে রশিদ খানের বলে আউট হয়ে যান ঋষভ। রশিদ খানের বলেই আউট হন বিরাট কোহলি। শিবম দুবেকেও নিজের শিকারে পরিণত করেন রশিদ। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৩ রান করেন তিনি। অপরদিকে হার্দিক পান্ডিয়া ২৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৩২ রান করেন। জাদেজা ৭, অক্ষর প্যাটেল ১২ এবং অর্শদীপ ২ রান করেন।

[ আরও পড়ুন : Bangalore: সন্ধ্যে সাড়ে ৬টায় অফিস ফাঁকা কেন ? এই প্রশ্ন তুলে বিতর্কে বেঙ্গালুরুর এক ব্যক্তি, সরগরম নেটদুনিয়া

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আফগান ব্যাটিং রীতিমতো ধস নেয়। ওপেনার গুরবাজ মাত্র ১১ রান করেই বুমরাহের বলে আউট হন। ইব্রাহিম জারদান ৮ রান করে আউট হন। হাজ্রাতুল্লা জাজাই মাত্র ২ রান করে আউট হন সেই বুমরাহের বলে।

[ আরও পড়ুন :

NET too NET exam: নিটও নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হতেই বেকায়দায় কেন্দ্র, শিক্ষার অব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি সরকার

গুলবাদিন নাইব ১৭, আজমত উল্লাহ ওমরজাই ২৬, নাজিবুল্লাহ জারদান ১৯ , নবি ১৪, রশিদ খান ২, নবীন-উল-হক ০, নুর ১২ এবং ফারুকি ৪ রান করেন।ভারতের হয়ে বল হাতে জসপ্রিত বুমরাহ ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ।