ad
ad

Breaking News

Mohammed Shami

চোট সারিয়ে দলে ফিরলেন পন্থ, ব্রাত্যই থাকলেন শামি

তবে ঘরোয়া ট্রফিতে ভাল পারফরম্যান্স করা সত্ত্বেও দলে জায়গা হল না বাংলার পেসার মহম্মদ শামির।

india-vs-south-africa-test-series-squad-2025-rishabh-pant-returns

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ইংল্যান্ড সিরিজে চোটের পর দীর্ঘদিন মাঠের বাইরে থেকে আবার দলে ফিরলেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। তবে ঘরোয়া ট্রফিতে ভাল পারফরম্যান্স করা সত্ত্বেও দলে জায়গা হল না বাংলার পেসার মহম্মদ শামির। বাংলা থেকে এই দলে সুযোগ পেয়েছেন একমাত্র আকাশদীপ। শামি ছাড়াও এই সিরিজে দলে স্থান পাননি নারায়ণ জগদীশন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং করুণ নায়ারের।

পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলও ঘোষণা করেছেন বোর্ড কর্তারা। সেই দলের অধিনায়ক হয়েছেন তিলক ভার্মা।  

এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল: 

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুর্দশন, দেবদূত পাড়িক্কল, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রে্ড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং আকাশদীপ।