ad
ad

Breaking News

India Victory

প্রত্যাশামতই দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ানদের দুরমুশ করল ভারত

ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রোস্টনের বলে দুরন্ত ক্যাচ নিয়ে সুর্দশনকে প্যাভেলিয়নের পথ দেখান হোপ।

india-victory-west-indies-delhi-test-gambhir-shubman-rahul-records

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ভারত-৫১৮/৫ (ডিক্লেয়ার) ওয়েস্ট ইন্ডিজ-২৪৮/৩৯০

১২৪/৩

সবরমতীর পর যমুনা পাড়েও নিজেদের জয়ের ধারা বজায় রাখল গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় টেস্টে ভারত ৭ উইকেটের বিনিময়ে ক্যারিবিয়ানদের হারিয়ে জয় তুলে নিল। ফলোঅন করে মাত্র ১২১ রানের টার্গেট ভারতীয় দলের সামনে খাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এত অল্প রান বর্তমান ভারতীয় দলের কাছে যে কিছুই নয় সেটা ভাল করেই জানতেন ক্যারিবিয়ানরা। কাজেই পঞ্চম দিনে ভারতের জয় ছিল কেবলমাত্র সময়ের অপেক্ষা।

দ্বিতীয় ইনিংসের শেষ দিনে ব্যাট করতে নেমে ভারতকে করতে হত মাত্র ৫৮ রান। তবে প্রশ্ন ছিল টিম ইন্ডিয়ার দুই অপরাজিত ব্যাটার কেএল রাহুল ও সাই সুর্দশনের হাত ধরেই কি যুমনা পাড়ে জয়ের সরণীতে ভারত পৌঁছবে, নাকি অন্য ব্যাটাররা ক্রিজে নেমে টিম ইন্ডিয়ার জয়কে সুনিশ্চিত করবেন। কিন্তু দিনের শুরুতে রাহুল ও সুদর্শনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই দুই ব্যাটারই ভারতকে জয়ের সরণীতে পৌঁছে দেবেন।

কিন্তু শেষে পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ব্যক্তিগত ৩৯ রানের মাথায় রোস্টনের বলে দুরন্ত ক্যাচ নিয়ে সুর্দশনকে প্যাভেলিয়নের পথ দেখান হোপ। এরপর মাঠে আসেন দলনেতা শুভমন গিল। যশস্বীর মত এই ইনিংসেও ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়কও। মাত্র ১৩ রানের মাথায় সেই রোস্টনের বলেই জাস্টিনের হাতে ধরা পড়েন শুভমন। এরপর উইকেটরক্ষক জুরেলকে সঙ্গে নিয়ে মেন-ইন-ব্লুজদের জয় নিশ্চিত করে দেন মিঃ ডিপেন্ডবল কেএল রাহুল। এর পরেও দিল্লি টেস্টে মঙ্গলবারের জয়টা আরও একটি বিশেষ কারণে চিরদিন হয়ত মনে রাখবেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। কেননা, মঙ্গলবারই ছিল তাঁর ৪৪তম জন্মদিন। সেই দিনেই দলের সিরিজ জয়।

ম্যাচ জিতে দলের নতুন অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ দলের স্বাদ পেলেন শুভমন। পাশাপাশি ক্যারিবিয়ানদের হারিয়ে দুই টেস্টে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখল টিম ইন্ডিয়া। আগেও তারা ছিল তিন নম্বরে। এখনও থাকল সেই পজিশনেই।

এর পাশাপাশি দুই টেস্টের সিরিজে একাধিক নজির গড়ল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। মোট ১০টি নজির গড়েছেন গম্ভীরের ছেলেরা। এই ১০ নজিরের মধ্যে নিজে একাই সাতটি নজির ঝুলিতে পুড়েছেন দলনেতা পঞ্জাব কা পত্তুর।

এক নজরে দেখে নেওয়া যাক দিল্লি টেস্টের ১২টি রেকর্ড

(১) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করলেন শুভমন। তাঁর মোট রান ২,৮৩৯।

(২) অধিনায়ক হিসেবে ১৭টি ইনিংসে হাজার রানের গন্ডি পার করলেন গিল।

(৩) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি শতরান পূর্ণ করে ফেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

(৪) এক বছরের ক্যালেন্ডারে দলনেতা হিসেবে ৫টি সেঞ্চুরি এখন শুভমনের দখলে।

(৫) দলনেতা হিসেবে শুভমন যমুনা পাড়ে শতরান করেই টেস্টে ৫টি শতরান পূর্ণ করে ফেলার পাশাপাশি স্পর্শ করে ফেললেন পতৌদি, সৌরভ ও ধোনিদের।

(৬) ঘরের মাঠে টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম অর্ধ্বশতরান করে শুভমন স্পর্শ করে ফেললেন গাভাসকরের রেকর্ডকে।

(৭) শুভমন ছাড়া টেস্টে ৮০টি ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ধোনিকে (৭৮টি) ছাঁড়িয়ে গেলেন জাড্ডু।

(৮) ওপেনার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০টি শতরান পূর্ণ করে নিলেন ব্যাটার কেএল রাহুল। তিনি টপকে গেলেন দলের বর্তমান কোচ ও তাঁরই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে। এই দুজনেরই দখলে ছিল (৯টি) করে শতরান।

(৯) টেস্টে যশস্বীর পাঁচ ইনিংসে ১৫০ বা তার বেশি রান এই শতকে ২৩ বছর বয়সী ক্রিকেটার হিসেবে নজির।

(১০) এই নিয়ে পঞ্চমবার টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড কুলদীপের। মাত্র ১৫টি টেস্টে এই নজির গড়লেন টিম ইন্ডিয়ার তরুণ স্পিনার।

 (১১) প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে জয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তৃতীয় বড় জয়।

(১২) দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রথম পাঁচ ব্যাটারের যুগলবন্দিতেই ৫০ বা তার বেশি রান ৬০ বছরের বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রথম।