ad
ad

Breaking News

'Manu Samhita'

Paris Olympics 2024: ইতিহাসের দোড়গোড়ায় ভারত,প্যারিসে রচিত হবে ‘মনু সংহিতা’

প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক দেশবাসীকে উপহার দিয়েছিলেন মনু ভাকের। এবার তিনি এক অনন্য নজিরের সামনে রয়েছেন। ইতিহাস গড়ার মুহুর্তে রয়েছেন ভারতীয় এই প্রতিযোগী।

India on the threshold of history 'Manu Samhita' will be written in Paris

Bangla Jago Desk: প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক দেশবাসীকে উপহার দিয়েছিলেন মনু ভাকের। এবার তিনি এক অনন্য নজিরের সামনে রয়েছেন। ইতিহাস গড়ার মুহুর্তে রয়েছেন ভারতীয় এই প্রতিযোগী। পরপর দুটো পদক জয় করে তিনি আগেই নজির গড়েছেন। আর এবার ফের তার সামনে আরো একটি পদক জয়লাভ করার সুযোগ রয়েছে। আগামীকাল ফের পদক জয়লাভ করতে পারেন তিনি। এই প্রথম যদি জয়লাভ করেন তাহলে অলিম্পিক্সে প্রথম কোন ভারতীয় প্রতিযোগী পরপর তিনটি পদক জয়ের হ্যাটট্রিক করবেন। ইতিহাসের সামনে দাঁড়িয়ে মনু। এর আগে কোন ভারতীয় প্রতিযোগী অলিম্পিক থেকে পরপর তিনটি পদক জয়লাভ করতে পারেন নি। মনু করতে পারেন মনু দেশকে বিশ্বের দরবারে আবারো প্রমাণ করতে মরিয়া।  তিনি এবার 25 মিটার এয়ার রাইফেল এ ফাইনালে উঠলেন।

[আরও পড়ুনঃ Arijit Singh: অসুস্থ অরিজিৎ সিং আগস্টের সব শো নিজেই বাতিল করলেন গায়ক

মনু ভাকের মহিলাদের ২৫ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে উঠেছেন।  তিনি ৫৯০ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। তবে যিনি প্রথম হয়েছেন তার পয়েন্ট  ৫৯২ পয়েন্ট । সামান্য একটু পিছিয়ে রয়েছেন মনু। আগামীকাল প্যারিসে ‘মনুসংহিতা’ রচিত হতে চলেছে বলেই দেশবাসীর মত। দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে মরিয়া । বেলা ১ টার সময় শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। তখন্ই নজির গড়বেন মনু।

[আরও পড়ুনঃ Sheikh Hasina: নাশকতার কাজ আবারো শুরু করবে, জামাত শিবিরকে উদ্দেশ্য করে দাবি শেখ হাসিনার

মনু এর আগে ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন । জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে তিনি ব্রোঞ্জ জিতে ছিলেন। সেই মনও যদি এবার তিন নাম্বার পদক যেতেন তাহলে অবাক হওয়ার থাকবে না বলেই মনে করা হচ্ছে।