চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এই মুহূর্তে চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়াতে ব্যস্ত রয়েছে ভারতীয় দল। দুই দলের এই লড়াই যে বিশ্বের অন্যতম সেরা লড়াইয়ের একটি তা আর বলার অপেক্ষা রাখে না।
এতদিন অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত অ্যাসেজ সিরিজকে টেস্টের সবচেয়ে প্রধান টুর্নামেন্ট বলেই ধরা হত। কিন্তু এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ বললেন সম্পূর্ণ অন্য কথা। সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অজি প্রধানমন্ত্রী বলেন, অ্যাশেজ সিরিজের থেকেও বড় সিরিজ হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ।
Absolute pleasure to interview the Australian prime Minister @AlboMP while commentating on the #AUSvIND pic.twitter.com/VGr2IeIXAC
— Gav Joshi (@Gampa_cricket) November 30, 2024
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান অ্যাশেজ নাকি বর্ডার-গাভাসকর ট্রফি কোন সিরিজটা বড় বলে আপনার মনে হয়? এই প্রসঙ্গে অ্যান্থনি বলেন, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজকে নিয়ে অনেকেই অ্যাশেজের সঙ্গে তুলনা করেন। কিন্তু আমার মনে হয়, অ্যাশেজের থেকেও এগিয়ে থাকবে ভারতের আমাদের এই টেস্ট সিরিজ। অ্যান্থনির এই বক্তব্যের অনেক আগেই ভারত ও অস্ট্রেলিয়ার সমর্থকদের একটা অংশ এই দাবিই করেছিলেন। এবার তাঁদের পক্ষেই নিজের মতমতা ব্যক্ত করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্বয়ং।
তিনি আরও বলেন, আগের থেকে এই দুই দেশের টেস্ট সিরিজ ঘিরে সমর্থকদের উন্মাদনাও অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এবং ম্যালবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে-তে যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে, তাও বিশাল হতে চলেছে বলেও জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে কোন দল খেলার যোগ্যতা অর্জন করবে তা অনেকটাই ঠিক হয়ে যাবে এই সিরিজ শেষেই। এবং অস্ট্রেলিয়াই যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে খেলার যোগ্যতা অর্জন করতে সমর্থ্য হবে বলেই মন্তব্য করেন অজি প্রধানমন্ত্রী। সবেশেষ তিনি বলেন, বক্সি ডে টেস্টে প্রায় ১০,০০০ দর্শক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার পর্যটনের ক্ষেত্রেও এটা অত্যন্ত ইতিবাচক দিক বলেই মন্তব্য অ্যান্থনি আলবানেজ।