চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়মরক্ষার ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। ঢাকাতে আয়োজিত সেই ম্যাচে মেন-ইন-ব্লুজদের প্রতিপক্ষ টাইগার ব্রিগেড। এই ম্যাচের জন্য বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল। খালিদ ব্রিগেডের কাছে এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। কেননা, সিঙ্গাপুরের কাছে হেরে টুর্নামেন্টের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে খালিদের দলের। বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে দলের অনুশীলন শিবির শুরু হবে।
এবারও খালিদের ঘোষিত দলে বাংলা থেকে একমাত্র স্থান পেয়েছেন রহিম আলি। যিনি সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটি করেছিলেন। এমনকি দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রীরও। এরপরই সুনীলকে নিয়ে ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে ফুটবল মহলে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন সুনীল হয়ত আর জাতীয় দলের হয়ে খুব একটা খেলার ইচ্ছা প্রকাশ করছেন না। ফলে যে কোনও দিনই হয়ত সুনীল জাতীয় জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানাতে পারেন।
এক নজরে দেখে নেওয়া যাক, ঘোষিত ২৩ সদস্যের ভারতীয় দল –
গোলরক্ষক- গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল
ডিফেন্ডার- আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।
মিডফিল্ডার- আশিক কুরুনিয়ন, ব্রাইসন ফার্নান্দেজ, লালরেমটলুঙ্গা ফানাই, ম্যাকারটন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড- ইরফান এডওয়ার্ড, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি ও বিক্রম প্রতাপ সিং।