ad
ad

Breaking News

India Arrival

India Arrival: বিমান বিলম্বের জন্য কয়েক ঘণ্টা দেরিতে পার্থে পৌঁছল টিম ইন্ডিয়া

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের থেকে ভারতীয় দলের বিমান প্রায় চার ঘণ্টা দেরিতে পার্থে পৌঁছয়।

India Arrival: Team Reaches Perth Late

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সীমিত ওভারের সিরিজ খেলতে বৃহস্পতিবার ভোরে পার্থে পৌঁছোয় গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন টিম ইন্ডিয়া। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের থেকে ভারতীয় দলের বিমান প্রায় চার ঘণ্টা দেরিতে পার্থে পৌঁছয়। এরপর বিমান বন্দর থেকে ক্রিকেটাররা সকলেই হোটেলে পৌঁছে গিয়েছেন (India Arrival)।

আরও পড়ুনঃ Transgender Suicide: ভয়ঙ্কর কাণ্ড ইন্দোরে! একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা ২৫ জন রূপান্তরকামীর

কেন চার ঘণ্টা দেরিতে পার্থে পৌঁছলেন শুভমনরা? তারা কারণ হিসেবে জানা গিয়েছে গত ১৫ অক্টোবর দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে বিমানে করে টিম ইন্ডিয়ার সিঙ্গাপুরে আসার কথা ছিল, তা নির্ধারিত সময়ে ছাড়ার পরিবর্তে চার ঘণ্টা দেরিতে ছাড়ে। ফলে সিঙ্গাপুর থেকে যে বিমান ধরার কথা ছিল সেটাও মিস করেন রোহিতরা। অগত্যা পরবর্তী বিমানের জন্য অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনও পথ ছিল না। এরপর পরবর্তী বিমান ধরেই পার্থের উদ্দেশে রওনা দেয় গম্ভীর ব্রিগেড। এবং পার্থ বিমান বন্দরে ভারতীয় দল পৌঁছয় শুক্রবার ভোরে। সেখানে পৌঁছে বিমানবন্দর থেকে একে একে চেক আউট করে শুভমনরা টিম বাসে রওনা দেন হোটের উদ্দেশে (India Arrival)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এদিকে বিরাট-রোহিত-শুভমন-রাহুলদের স্বাগত জানানোর জন্য ভোর রাতেও পার্থ বিমান বন্দরের সামনে উপস্থিত ছিলেন বেশ কয়েক শো মানুষ। কিন্তু ক্রিকেটার দীর্ঘ বিমান যাত্রার ফলে এতটাই ক্লান্ত ছিলেন যে ভক্তদের সঙ্গে সেলফিও তুলতে চাননি তাঁরা। তবে ভক্তদের মূল আকর্ষণই ছিলেন বিরাট ও রোহিতকে ঘিরে। পাশাপাশি গোটা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মত (India Arrival)।