Bangla Jago Desk: লজ্জাজনক হারের রেকর্ড গড়ল শ্রীলঙ্কা! ২০ ওভারের আগেই খেলা শেষ। শামি-সিরাজের আগুন বোলিংয়ে পুড়ে ছাঁই লঙ্কাবাহিনী। হার তো অনেকরকমের হয়, কিন্তু পরপর দুইবার লজ্জাজনক হার দেখে হয়তো এদিন মুখ তুলে বাকি খেলাটাও দেখতে পারেননি জয়সূর্য, মুরলিধরন, মালিঙ্গার মতো কিংবদন্তীরাও। বিশ্বকাপের মঞ্চে এভাবেও হারা যায়? দুঃস্বপ্নেও ভাবতে পারেননি অধিনায়ক কুশল মেন্ডিস। এদিনের খেলা দেখে মনে হল শ্রীলঙ্কা দলটি যেন এশিয়া কাপের অপমানজনক হারের ট্রমা এখনও কাটাতে পারেনি। তাই দেড়মাস আগের ইতিহাসের পুনরাবৃত্তি গতকালের ওয়াংখেড়েতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে।
এদিন ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা আউট হলেও বিরাট কোহলি(88) ও শুভমান গিল(92)-এর জুটি দায়িত্ব নিয়ে মারকাটারি শট মারতে শুরু করে। পরে অবশ্য মিডল অর্ডার কিছুটা ধাক্কা খেলেও, শ্রেয়স আইয়ার(82) বাকিটা সামলে নেন। এরপর শ্রেয়স আউট হয়ে যাওয়ার পর স্লগ ওভারে ঝড় তুলে দিলেন রবীন্দ্র জাদেজা(35)। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই চার তারকার ব্যাটের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান তুলেছিল টিম ইন্ডিয়া।
অন্যদিকে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেই প্যাভিলিয়ন যাত্রা শুরু করে। ১১ জন খেলোয়াড়ের মধ্যে কুশন রাজিথা সর্বাঘিক রান করে, যা মাত্র ১৪। ০, ০, ১, ০, ১, ১২, ০, ০, ১২*, ১৪, ৫। অতিরিক্ত ১০ রান। সিরাজের পেসে বিপক্ষকে উড়ে গেলেও, প্রথম ধাক্কা দিয়েছিলেন বুমরাহ। বাকি কাজটা সারলেন সিরাজ। এর পর বল হাতে নিয়ে ফের বিপক্ষ ব্যাটিংকে গুঁড়িয়ে দিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৪ রানে ৫ উইকেট নেওয়ার, ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছিলেন ২২ রানে ৪ উইকেট। এবারও সেই ফর্ম বজায় রাখলেন শামি। এবার নিলেন ১৮ রানে ৫ উইকেট।
Free Access