ad
ad

Breaking News

বীরেন্দ্র শেবাগ

বিশ্বকাপের মাঝেই বিরাট মন্তব্য সেওয়াগের

Bengla Jago Desk: সূচী প্রকাশে বিলম্ব কিংবা ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনসহ নানা ইস্যুতে আলোচনায় ছিল এবারের বিশ্বকাপ।  চারিদিকে যখন সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে ভারত বিশ্বকাপ, ঠিক তখনই সাবেক ক্রিকেটার বীরেন্দর সেওয়াগ মন্তব্যে জোড় জল্পণা তৈরি হয়েছে । তার দাবি এবারের বিশ্বকাপে ভারতীয় দলকে বাড়তি সুবিধা দেবে আইসিসি। বীরেন্দ্র  সেওয়াগ বলেন, আইসিসি ভারতকে সাহায্য করবে এই […]

Bengla Jago Desk: সূচী প্রকাশে বিলম্ব কিংবা ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনসহ নানা ইস্যুতে আলোচনায় ছিল এবারের বিশ্বকাপ।  চারিদিকে যখন সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে ভারত বিশ্বকাপ, ঠিক তখনই সাবেক ক্রিকেটার বীরেন্দর সেওয়াগ মন্তব্যে জোড় জল্পণা তৈরি হয়েছে । তার দাবি এবারের বিশ্বকাপে ভারতীয় দলকে বাড়তি সুবিধা দেবে আইসিসি। বীরেন্দ্র  সেওয়াগ বলেন, আইসিসি ভারতকে সাহায্য করবে এই বিশ্বকাপে।

এবারের আসরে পিচ প্রস্তুত করছে ভারতীয়রা। ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি করা হবে। কারণ আইসিসি ভালো করেই জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে।এদিকে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে খাদের কিনারা থেকে তুলে নিজে খেলেন ৮৫ রানের ঝকঝকে ইনিংস।

কোহলি এবার ব্যাট হাতে তাক লাগিয়ে দেবেন বলে বিশ্বাস সেওয়াগের। তিনি বলেন, বিরাটের রানের ক্ষিধে  রয়েছে।আর কোনো ব্যাটারের মধ্যে সেটা দেখা যাচ্ছে না। শেষ বিশ্বকাপে রোহিত পাঁচটি সেঞ্চুরি করেছিল। এবার ভিরাট চাইবে রান করতে। পরের বিশ্বকাপ ভিরাট খেলবে কি না, তা নিশ্চিত নয়। তাই সে এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবে।সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন বিরাট। সেই ধারা বজায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করে বিশ্বকাপ মিশন শুরু করেন এই ব্যাটার।

Free Access