ad
ad

Breaking News

টিম ইন্ডিয়া

তেইশের বিশ্বকাপ যুদ্ধে এক কথায় মুক্ত ঝরাচ্ছে ভারত

Bangla Jago TV Desk : ঠিক যেন পরীক্ষায় পাশ করার মতো। নয়ে নয় টিম ইন্ডিয়া, তেইশের বিশ্বকাপ যুদ্ধে এক কথায় মুক্ত ঝরাচ্ছে ভারত। বহু বছর পর ভারতকে এই ফর্মে পেয়ে আবেগে ভাসছেন গোটা দেশের ক্রিকেট প্রেমীরা। তবে এবার যেন নিয়ম ভাঙা হল, মাঠেই ঘোষিত হল সেরা ফিল্ডারের নাম, যা অভিনব, বিসিসিআই এর তরফে সেই ছবি […]

Bangla Jago TV Desk : ঠিক যেন পরীক্ষায় পাশ করার মতো। নয়ে নয় টিম ইন্ডিয়া, তেইশের বিশ্বকাপ যুদ্ধে এক কথায় মুক্ত ঝরাচ্ছে ভারত। বহু বছর পর ভারতকে এই ফর্মে পেয়ে আবেগে ভাসছেন গোটা দেশের ক্রিকেট প্রেমীরা। তবে এবার যেন নিয়ম ভাঙা হল, মাঠেই ঘোষিত হল সেরা ফিল্ডারের নাম, যা অভিনব, বিসিসিআই এর তরফে সেই ছবি সামনে আনা হয়েছে, সেমিফাইনাল ভারত পাকিস্তান ম্যাচের আশা করলেও তা জলে গেল,পাকিস্তানের পারফরম্যান্স ভালো না হলেও এবার ভারত ‘নয়ে নয়’ করে চলতি বিশ্বকাপে।‌

এই বিশ্বকাপে নিজেদের শক্তি প্রদর্শন করেছে টিম ইন্ডিয়া, ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রেই অপ্রতিরোধ্য ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এতো গেল মাঠের কথা, এই জয়ের পরে ড্রেসিং রুমে সিনিয়র থেকে জুনিয়র, সব ক্রিকেটারের মুখে একটাই কথা। ড্রেসিইং রুমের পরিবেশ বেশ ভালো, উল্লেখ্য নেদারল্যান্ডস কে ১৬০ রানে হারিয়েছে ভারত, বিসিসিআই এর তরফে এক ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা গেছে , সেরা ফিল্ডার হলেন সূর্য কুমার যাদব। নমিনেশনে ছিল রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের নাম। এরপরই সকলের চোখ বড় পর্দায়। তারপর মাঠের মধ্যে প্ল্যাকার্ড তুলে সূর্যর নাম তুলে ধরেন মাঠকর্মীরা। এরপর স্কাইকে জড়িয়ে আনন্দে মাতেন সতীর্থরা।

এর পর টি দিলীপ বলেছেন , সেরা ফিল্ডারের নাম ঘোষণায় এবার কয়েকটা বদল আনা হল। মূলত ড্রেসিং রুমেই করা হয় এই ঘোষণা, এক্ষেত্রে একদম ভিন্ন বিষয়, তবে এবারের ঘোষণা মাঠে করে দেওয়া হলো, দীপাবলির শুভদিনে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়রথ ধরে রেখেছে রোহিত শর্মা ব্রিগেড। ম্যাচ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর ছিল ভারতের ড্রেসিং রুমে। কার হাতে উঠল সেরা ফিল্ডারের পুরস্কার তা জানার অপেক্ষায় ছিলেন সক্কলে, প্রথা ভেঙে ফিল্ডারের হাতে উঠল পুরস্কার।

 

FREE ACCESS