ad
ad

Breaking News

Test Reform

Test Reform: টেস্ট ক্রিকেটে দিন কমানোর পথে আইসিসি!

টেস্ট ক্রিকেটে নিয়মের (Test Reform) ক্ষেত্রে নাকি বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে আইসিসি

ICC Plans Major Test Reform, India Likely to Get Exemption

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: টেস্ট ক্রিকেটে নিয়মের (Test Reform) ক্ষেত্রে নাকি বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে আইসিসি। সূত্রের খবর, টেস্ট ক্রিকেটে দিনের পরবির্তন (Test Reform) করার কথা ভাবতে শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেক্ষেত্রে যা মনে করা হচ্ছে, তাতে পাঁচ দিনের বদলে চার দিন হতে পারে টেস্টের দিন। এমনকি আগামী বছর দুয়েকের মধ্যেই এই পরিকল্পনা কার্যকর করার কথা ভাবছেন আইসিসি কর্তারা। তবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আইসিসি-র এই নিয়মের থেকে ছাড় পেতে পারে ভারত।

আরও পড়ুন: Transfer Battle: বেঙ্গালুরুর পর এবার বাগানের ঘর ভাঙতে মরিয়া মুম্বই-ও 

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার টেস্ট ক্রিকেটের দিন কমানোর পিছনে মূল উদ্দেশ্যই হল অপেক্ষাকৃত ছোট দেশগুলি যাতে টেস্ট ক্রিকেটে আরও বেশি অংশগ্রহণ করতে পারে। একটি বহুল প্রচারিত ইংরেজি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, টেস্টে এই নিয়ম বদলের পরিকল্পনা নিয়ে গত সপ্তাহেই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন আইসিসি কর্তারা। সেই বৈঠকেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান জয় শাহ এমন প্রস্তাব দিয়েছেন।

ওই সংবাদ মাধ্যম সূ্ত্রে আরও জানা গিয়েছে, সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেতাবজয়ী দল দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে চাইছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তারা মনে করছেন, অপেক্ষাকৃত ছোট দেশগুলি অতিরিক্ত খরচ ও সময় বেশি লাগার কারণে টেস্ট খেলতে চায় না। সেক্ষেত্রে যদি টেস্টের দিন কমানো যায়, তাহলে তিন সপ্তাহের মধ্যে তিন টেস্টের সিরিজ খেলা যেতে পারে।

তবে জানা গিয়েছে, এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। তারা পাঁচ দিনের টেস্ট ম্যাচই খেলবে। কারণ হিসেবে বলা হয়েছে যেহেতু এই দেশগুলি বর্ডার-গাভাসকর, শচীন-অ্যান্ডারসন ও অ্যাশেজ সিরিজের মতো হাইভোল্টেজ টুর্নামেন্ট খেলে থাকে, সে কারণে এই টুর্নামেন্টের সিরিজ বদল করতে রাজি নয় আইসিসি।