চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ও চ্যাম্পিয়ন হওয়া ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের তিন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টের ম্যাচ। এবং ওই ম্যাচগুলি সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে পিসিবিকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ভারতের সব ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দুবাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানায় আইসিসি।
পিসিবিকে দেওয়া শুভেচ্ছা বার্তায় আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার জানান, ‘আইসিসির পক্ষ থেকে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাই। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসি-র কোনও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। কেননা আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদেশি দেশগুলিও অংশগ্রহণ করে।
ফলে পাকিস্তানের কাছে এর গুরুত্ব ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আইসিসির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, যে সমস্ত কর্মী দিন-রাত পরিশ্রম করে স্টেডিয়ামগুলি সংস্কারের কাজ করেছেন, এবং যাঁরা মাঠের রক্ষণাবেক্ষণ করছেন তাঁদের সকলকে।’
এদিকে আইসিসির পক্ষ থেকে পিসিবিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সুষ্ঠুভাবে আয়োজনের জন্য শুভেচ্ছা জানালেও এই টুর্নামেন্টে পাক কর্তাদের ম্যাচ পরিচালনা ও পরিকাঠামোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। তিনটি ম্যাচ এবারে বাতিল হয়েছে বৃষ্টির কারণে। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের আঙুল উঠেছিল পাকিস্তানের দিকে। কেননা তাঁরা মনে করেছিলেন, পরিকাঠামো ব্যবস্থা যদি ঠিক ছিল না বলেই প্রশ্ন উঠেছে।
তবে সমালোচকদের এইসব কথাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরই, পিসিবি চেয়ারম্যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানে খেলতে যাওয়া সমস্ত দেশের ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তাকর্মী থেকে এবং পিসিবির দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর অনেক আগে থেকেই বিতর্ক শুরু হয়েছিল। ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে আগেই জানিয়েছিল তারা হাইব্রিড মডেল মেনে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আইসিসি তা মেনে নিলেও গোপনে গোপনে পিসিবি কর্তারা যে ভারতের এই সিদ্ধান্তে তারা যে অসন্তুষ্ট ছিলেন তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন পিসিবি কর্তারা। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। সব বিভাগেই প্রতিবেশী দেশকে টেক্কা দিয়েছে ভারত।