চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: সদ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের ট্রফি জয় করেছে টিম ইন্ডিয়া। এর পরই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে একদিনের সেরা বিশ্ব একাদশের তালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকায় দীপ্তি, স্মৃতি, জেমাইমারা স্থান পেলেও বাদ পড়েছেন অধিনায়ক হরমনপ্রীত, রিচা ঘোষরা। তবে বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে হরমনপ্রীত এই দলে স্থান না পেলেও স্থান পেয়েছেন বিজীত দলের অধিনায়ক উলভার্ট। (ICC Announces)।
আরও পড়ুনঃ “গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে নদী উৎসব পালন করল বহরমপুর পৌরসভা
এই দলে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে তিনজন করে খেলোয়াড় স্থান পেলেও, পাকিস্তান থেকে মাত্র ১ জন করে স্থান পেয়েছেন তালিকায়। এবং দ্বাদশ ব্যক্তি হিসেবে এই দলে স্থান পেয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার সোফি ইলেকস্টোন। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন উলভার্ট। (ICC Announces)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
এক নজরে দেখে নেওয়া যাক আইসিসির ঘোষিত বিশ্বকাপের সেরা দল- স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, জেমিইমা রডরিগেজ (ভারত), লুরা উলভার্ট (অধিনায়ক), মারিজান কাপ, নাডিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলে গার্ডনার, সাউদারল্যান্ড, আলানা কিং (অস্ট্রেলিয়া), সিদরা নওয়াজ (পাকিস্তান)। (ICC Announces)