নিজস্ব চিত্র
Bangla Jago Desk: আইপিএল-এ শ্রেয়স আইয়ারের পরিবর্তে এবার নাইটদের অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে। সেই গুরু দায়িত্ব পেয়ে নিজের সেরাটাই দিতে চান তিনি। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথাই জানান, নাইটদের নতুন অধিনায়ক।
এই প্রসঙ্গে রাহানে আরও বলেন, ‘তখন আমি মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছি। সেই সময়ই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আচমকাই শুনেছিলাম এবারের আইপিএল-এ নাইটরা নাকি আমাকে অধিনায়ক করতে পারেন। তবে তখন আমার লক্ষ্য ছিল মুম্বইয়ের হয়ে ভাল খেলা।
যাক অবশেষে আমি নাইটদের অধিনায়কের দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব আমার তরফ থেকে দলের সেরাটা দেওয়ার।’ সাধারণত মুম্বইয়ের হয়ে ঘরোয়া টুর্নামেন্টে ওপেন করলেও নাইটদের হয়ে ওপেন করবেন কি না তা বৃহস্পতিবার খোলসা করে বলেননি নাইট ক্যাপ্টেন। তিনি বলেন, ‘এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আমি একা কেউ নই। দলের প্রত্যেকে আলোচনা করে যে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই মেনে নিতে হবে সকল খেলোয়াড়কে।’
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো থেকে শুরু করে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সিনিয়র খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ারও। আইপিএল-র মেগা নিলামে প্রায় ২৩ কোটির ওপর অর্থ দিয়ে নাইটরা দলে নিয়েছেন ভেঙ্কটেশ আইয়ারকে। তিনি দলের পুরনো খেলোয়াড়।
এবং এবারের দলের সহ-অধিনায়কও বটে। এই ব্যাপারে ভেঙ্কি জানান, ‘নাইট কর্তারা আমাকে কত টাকা দিয়ে দলে নিয়েছেন সেটা বড় কথা নয়। আসল কথা হল নিজের সেরাটা দেওয়া। আমিও চেষ্টা করব সব সময়ই আমার সেরাটা দলের জন্য উজাড় করে দেওয়ার।’
গৌতম গম্ভীরের বদলে এবার দলের মেন্টর পদে আসীন হয়েছেন ডোয়েন ব্র্যাভো। বৃহস্পতিবার ব্র্যাভো জানান, ‘নাইটদের দায়িত্ব নেওয়ার পর গম্ভীরের সঙ্গে আমার কথা হয়েছে। দল যে কৌশলে সাফল্য পেয়েছে আমি সেই কৌশলে কখনও বদল করব না।’
‘গত বছরও দলের কোচ হিসাবে সাফল্য পেয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। এবারও দলের কোচ হিসাবে তাঁর ওপরই ভরসা রেখেছেন নাইট কর্তৃপক্ষ। পণ্ডিত জানান, ‘গত বছর সবাই যেমন দলের দায়িত্ব পালন করেছেন, এবারও আশা করি সেটাই করবেন।
হর্ষিত এবং বরুণ নাইট শিবির থেকেই ভারতীয় দলে জায়গা পেয়েছেন। জাতীয় দলের জার্সি গায়েও ওরা নিজেদের প্রমাণ করে দিয়েছেন। আশা করি চলতি আইপিএল-ও বরুণ এবং হর্ষিতকে আমরা তাঁদের সেরা ছন্দেই দেখতে পাব।