ad
ad

Breaking News

Himanshu Sangwan

বাসচালকের পরামর্শ মেনে বল করেই বিরাটকেই আউট করি : হিমাংশু

হিমাংশু আরও জানান, ‘বাসের চালক আমাকে বলেছিলেন, বিরাট যখন ব্যাট করতে আসবেন, তখন তাঁকে চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্প লক্ষ্য করে বল করতে। আমি সেইমতো বল করি। এবং দেখলাম যে সত্যি কাজের কাজ হয়েছে।

I followed the bus driver's advice and bowled Virat out: Himanshu

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ ১২ বছর পর আবার দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। প্রতিপক্ষ ছিল রেলওয়েজ। সেই ম্যাচে বিরাটের কাছ থেকে দূরন্ত একটা ইনিংস আশা করেছিলেন তাঁর ভক্তদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরাও। কিন্তু সবাইকে বিরাট হতাশ করেছেন মাত্র ৬ রান করে। মাত্র ২৩ মিনিটের বেশি আর ক্রিজে টিকে থাকতে পারলেন না কিং কোহলি। আর তাঁকে আউট করে যিনি এই মুহূর্তে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি হলেন হিমাংশু সাঙ্গওয়ান। বিরাটকে কিভাবে আউট করতে হবে এই গুরুত্বপূর্ণ পরামর্শ আমি পেয়েছিলাম এক বাসচালকের কাছ থেকে। এমনই মন্তব্য করলেন রেল দলের এই বোলারটি।

এই প্রসঙ্গে হিমাংশু জানান, ‘ম্যাচের দিন আমরা সবাই যখন টিম বাসে করে মাঠে আসছিলাম, তখন আমাদের মধ্যে একটাই আলোচনা হচ্ছিল, বিরাটকে কি করে আউট করা যায় তাই নিয়ে। সেই সময় আমার সহযোগী ক্রিকেটাররা সবাই বলছিলেন, বিরাটের উইকেট আমিই নেব। সেই লক্ষ্যে আমি সফল হয়েছি। কিন্তু আসল কথা হল, কোহলিকে কিভাবে আউট করতে কি ধরনের বল করতে হবে, তা আমাকে দেন যে বাসে করে আমরা মাঠে আসছিলাম, সেই বাসের চালক।’

হিমাংশু আরও জানান, ‘বাসের চালক আমাকে বলেছিলেন, বিরাট যখন ব্যাট করতে আসবেন, তখন তাঁকে চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্প লক্ষ্য করে বল করতে। আমি সেইমতো বল করি। এবং দেখলাম যে সত্যি কাজের কাজ হয়েছে। যে বলে আমি বিরাটকে আউট করি, তার আগের বলেই বিরাট আমাকে চার মেরেছিলেন। যা আমাকে আরও উজ্জীবিত করে তোলে। এবং পরের বলেই আমি তাঁকে আউট করি।’