ad
ad

Breaking News

Gautam Gambhir

Gautam Gambhir: কোচের দায়িত্বে কত বেতন পাবেন গম্ভীর

ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেতে চলেছেন গৌতম গম্ভীর। তবে তার বেতন কত হবে তা নিয়ে চলছে দরকষাকষি।

How much salary will Gambhir get as a coach

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেতে চলেছেন গৌতম গম্ভীর। তবে তার বেতন কত হবে তা নিয়ে চলছে দরকষাকষি। বেতন নিয়ে চূড়ান্ত কথাবার্তা শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করতে পারছে না বিসিসিআই। সূত্রের খবর গম্ভীর এখন বেতনের চেয়েও বেশি ভাবছেন সাপোর্ট স্টাফদের নিয়ে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি থেকে পেয়েছে ২১ কোটি টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপ জয়ী দলকে উপহার দিয়েছে 125 কোটি টাকা। বিসিসিআই যে কতটা ধনী তা অর্থ পুরস্কারেই প্রমাণ পাওয়া যায়। ভারতীয় ক্রিকেটারদের বেতন বেশ উচ্চমানের।

বিরাট কোহলি, রোহিত শর্মারা ম্যাচ ফ্রি ও অন্যান্য সুবিধা বাবদ বেতন পেয়ে থাকেন মাসে সাত কোটি টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কোচ হিসাবে নাম উঠে আসে গৌতম গম্ভীরের। কোচ হিসাবে মাসে কত বেতন পাবেন গম্ভীর এবং অন্যান্য সুযোগ-সুবিধাই বা কি? টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই রাহুল দ্রাবিড়ের কোচের দায়িত্ব ছাড়ার কথা শোনা যায়। পরবর্তী নাম হিসেবে উঠে আসে গৌতম গম্ভীরের। তবে বেতন নিয়ে চূড়ান্ত কথাবার্তা শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করতে পারছে না বিসিসিআই। গত মঙ্গলবার কোচ হিসাবে বিসিসিআই সচিব জয় শাহ গম্ভীর কে পরিচয় করিয়ে দেন। সূত্রের খবর গম্ভীর এখন বেতনের চেয়েও বেশি ভাবছেন সাপোর্ট স্টাফদের নিয়ে। তবে বিসিসিআই সূত্রের খবর গৌতম গম্ভীর এর জন্য দায়িত্ব নেওয়া টাই বড় কথা। বেতন ও অন্যান্য বিষয় নিয়ে সমস্যা হবে না। তবে ভারতীয় কোচের বেতন কেমন হবে তা নিয়ে একটি ধারণা তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে বেতনের অংকে রাহুল দ্রাবিড়ের মতই বেতন পাবেন গম্ভীর।

সূত্রের খবর দ্রাবিড় প্রধান কোচ হিসাবে দায়িত্ব পেলে মাসে বারো কোটি টাকা বেতন পাবেন। শুধু বেতনই নয় বেতনের পাশাপাশি থাকছে একাধিক সুযোগ সুবিধা। প্রধান কোচ হিসাবে বিদেশ সফরে গেলেন পাবেন ২১ হাজার টাকা এছাড়াও বিজনেস ক্লাসের টিকিট আবাসন ও অন্যান্য খরচ। গৌতম গম্ভীর এখন কোচিং স্টাফ সদস্যদের নিয়োগের কাজ করছেন। গুঞ্জন শোনা যাচ্ছে প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারকে সরকারি কোচ হিসেবে নিতে পারেন গম্ভীর। বোলিং কোচ হিসাবে দেখা যেতে পারে জাহির খান বা লক্ষ্মীপতি বালাজিকে।