চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় এক মাস হতে চলল। এবার সেই টুর্নামেন্টে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে পাকিস্তান পেসার হ্যারিস রউফের শাস্তি ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পাক পেসার হ্যারিস রউফ আইসিসি আচরণ বিধির ২.২১ ধারা লঙ্ঘন করেছেন। যা খেলার ভাবমূর্তি নষ্ট করেছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ মাঠে নামতে পারবেন না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ ও ২৮ সেপ্টেম্বর দুটি ম্যাচে হ্যারিস আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এবং তাঁর কাছ থেকে যখন কেন তিনি এমন আচরণ করেছেন তা জানতে চাওয়া হলে, তিনি নাকি তা অস্বীকার করেন। যা মোটেই ভালভাবে নেননি আইসিসি কর্তারা। তার ফলেই শাস্তির মুখে পড়লেন রউফ (Haris Rauf Ban)।
প্রসঙ্গত, ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট জমলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। রউফ সেই কারণেই শাস্তির মুখে পড়লেন। তবে শুধু রউফ একাই নন, এই টুর্নামেন্টে আচরণ বিধি লঙ্ঘনের জন্য পয়েন্ট কাটা হয়েছে ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদবেরও (Haris Rauf Ban)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের মাটিতে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। সেই ম্যাচের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের জয় উৎসর্গ করেছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে। এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পাকিস্তানের সমালোচনা করায়, তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল পিসিবি। সেই অভিযোগের ভিত্তিতেই দুই ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে সূর্যের। পাশাপাশি এক পয়েন্ট কাটা হয়েছে পেসার যশপ্রীত বুমরারও। তবে অর্শদীপের নামে অভিযোগ উঠলেও তিনি নির্দোষ প্রমাণিত হওয়ায় কোনও শাস্তি হয়নি তাঁর (Haris Rauf Ban)।