ad
ad

Breaking News

হার্দিক পান্ডিয়া

দলবদল করবেন হার্দিক!, জল্পনা জোরদার

Bangla Jago TV Desk : আইপিএলের মরশুম আস্তে এখনো অনেক দেরি । তবে প্রত্যেককি দল নিজেদের খেলোয়ার গোছাতে শুরু করেছে । কেকে আর থেকে গুজরাট টাইটান্স প্রত্যেকেই । এদিকে ফের মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন পান্ডিয়া। জল্পণা তুঙ্গে । গত আইপিএল শেষ হওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। জোড় জল্পণা গত বছর […]

Bangla Jago TV Desk : আইপিএলের মরশুম আস্তে এখনো অনেক দেরি । তবে প্রত্যেককি দল নিজেদের খেলোয়ার গোছাতে শুরু করেছে । কেকে আর থেকে গুজরাট টাইটান্স প্রত্যেকেই । এদিকে ফের মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন পান্ডিয়া। জল্পণা তুঙ্গে । গত আইপিএল শেষ হওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। জোড় জল্পণা গত বছর থেকেই চলছে । তিনি এবার দল বদল করবেন । যদিও ২২ গজে ফিরতে তার এখনো সময় লাগবে । কারণ চোট রয়েছে। এর আগে বিশ্বকাপের ম্যাচ গুলোতে খেলতে পারেনি হার্দিক ।

২০২৩ সালে তাঁর আর  মাঠে ফেরা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত।  সামনের বছর জানুয়ারি মাসে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে । কিন্তু সেই সিরিজেও  খেলতে পারবেন‌ না পাণ্ডিয়া। এমনটাই খবর পাওয়া যাচ্ছে । তবে আইপিএলে তাকে পাওয়া যাবে । এখনো ৪-৫ মাস সময় লাগবে তার সুস্থ হতে । এর আগে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময় ছিটকে গিয়েছিলেন হার্দিক । তার পর আর ফেরা হয়নি মাঠে । ২২ গজে আপাতত ফিরছেন না হার্দিক ।

২০১৫ সালে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।  আসন্ন আইপিএল টুর্নামেন্টের এই ট্রান্সফার উইন্ডো আগামী ২৬ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। নগদ টাকার চুক্তিতে কিংবা খেলোয়াড় অদলবদলের মাধ্যমে মুম্বাইতে আসতে পারেন হার্দিক। কিন্তু কার বদলে  হিসাবে  অন্য দলে যাবেন  তা স্পষ্ট নয় । বিসিসিআই হার্দিককে নিয়ে একদম তাড়াহুড়ো করছে না । জানা গিঢয়েছে পাণ্ডিয়াকে আবার ২০২৪ আইপিএলে মাঠে ফিরে আসতে দেখা যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড পাণ্ডিয়াকে নিয়ে কোনও রকম অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না। আইপিএলের পর টি২০ বিশ্বকাপ রয়েছে। সেখানে  পাণ্ডিয়াকে অধিনায়ক করা হতে পারে বলেই খবর ।

FREE ACCESS