ad
ad

Breaking News

Hardik Pandya

Hardik Pandya: মাঠের বাইরে রোমান্টিক লাইফ জমজমাটি হার্দিকের, এই তো জীবন, দাবি নেটিজেনদের

যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি পোষ্য কুকুরের সঙ্গে খেলাধুলা করছেন, কখনো খাওয়া দাওয়া, কখনো অনুশীলন বা কখনো ছেলে অগ্যস্তের সঙ্গে।

Hardik Pandya Latest Photos with Mahika Sharma

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ম্যাচের মাঝে হোক কি নেট সেশনে, বরাবরই হার্দিক পান্ডিয়া জনপ্রিয় সকলের সঙ্গে ইয়ার্কি-ঠাট্টার করার জন্য। বর্তমানে চোটের কারণে তিনি ২২ গজের থেকে দূরে রয়েছেন। তবে জমিয়ে উপভোগ করছেন জীবন। সম্প্রতি, ইনস্টাগ্রামে অজস্র ছবি আপলোড করেছেন তারকা অলরাউন্ডার। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি পোষ্য কুকুরের সঙ্গে খেলাধুলা করছেন, কখনো খাওয়া দাওয়া, কখনো অনুশীলন বা কখনো ছেলে অগ্যস্তের সঙ্গে। তবে নেটিজেনদের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে নয়া প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ছবি (Hardik Pandya)।

আরও পড়ুনঃ Rajen Gohain: বড় ধাক্কা বিজেপির! রাজেন গোঁহাই ছেড়েই গেলেন গেরুয়া শিবির

মাহিকার সঙ্গে বেশকিছু রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন হার্দিক, যেখানে দেখা যাচ্ছে গাড়ি ধোয়ার সময় তিনি তাঁর সঙ্গে খুনসুটি করছেন। আবার কখনো চুমুও খাচ্ছেন। শুধু তাই নয়, একটি ওয়ালপেপারের ছবিও আপলোড করেছেন হার্দিক, যেখানে দেখা যাচ্ছে তিনি ও মাহিকা একসঙ্গে নীল জলে কাছাকাছি ও একে অপরের চোখে ডুবে। এমনিতেই তারকা অলরাউন্ডারের ফ্যান ফলোয়ার প্রচুর। তার উপর এমন ছবি চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। তা দেখেই বেশ খুশি হন তাঁর ভক্তরা (Hardik Pandya)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

সকল ভক্তই কমেন্ট করেন। কাউকে বলতে দেখা যায় যে দারুন জীবন কাটাচ্ছেন হার্দিক। আবার অনেকে কমেন্টবক্সে লিখেছেন তিনি যেন দ্রুত ময়দানে ফিরে আসেন। তবে দিনের শেষে হার্দিকের ভাগ করে নেওয়া এই মুহূর্তগুলি মন ছুঁয়েছে সকলের। প্রসঙ্গত, নাতাশা স্টানকোভিচের সঙ্গে রাস্তা আলাদা হওয়ার পর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন হার্দিক। কিন্তু কোনটাতেই সেভাবে তিনি শিলমোহর দেননি। তবে মাহিকার সঙ্গে সম্পর্ক একেবারে জনসম্মুখে এনেছেন হার্দিক। ক্রিকেটের ময়দানে তাঁকে দেখা না গেলেও তাঁর ‘অফ দ্যা ফিল্ড’ জীবন বেশ চর্চায় রয়েছে (Hardik Pandya)।