ad
ad

Breaking News

হার্দিক পাণ্ডিয়া

২০২৩ সালে মাঠে ফিরছেন না হার্দিক পাণ্ডিয়া

Bangla Jago TV Desk : চলতি টি২০ বিশ্বকাপ থেকে চোটের কারণে ছিটকে যাওয়ার পর ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ২০২৩ সালে আর মাঠে ফিরবেন না বলে জানা গেছে। গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গোড়ালির চোট পেয়েছিলেন পাণ্ডিয়া। সেই চোটের কারণে তিনি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি। পরে এনসিএ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু […]

Bangla Jago TV Desk : চলতি টি২০ বিশ্বকাপ থেকে চোটের কারণে ছিটকে যাওয়ার পর ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ২০২৩ সালে আর মাঠে ফিরবেন না বলে জানা গেছে। গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গোড়ালির চোট পেয়েছিলেন পাণ্ডিয়া। সেই চোটের কারণে তিনি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি। পরে এনসিএ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর চোট না সারায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। এর আগে হার্দিক সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন যে, তিনি চলতি বিশ্বকাপে আর নামতে পারবেন না। তিনি লিখেছিলেন, “ভাবতেই পারছি না যে আমি আর এ বারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাবো। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন।”

বিসিসিআই হার্দিককে নিয়ে একদম তাড়াহুড়ো করছে না। জানা গিয়েছে পাণ্ডিয়াকে আবার ২০২৪ আইপিএলে মাঠে ফিরে আসতে দেখা যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড পাণ্ডিয়াকে নিয়ে কোনও রকম অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না। আইপিএলের পর টি২০ বিশ্বকাপ রয়েছে। সেখানে পাণ্ডিয়াকে অধিনায়ক করা হতে পারে বলেই খবর। পাণ্ডিয়া ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। তিনি টি২০ ও ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা।

FREE ACCESS