Bangla Jago Desk: প্রথমবার জন্মদিনের দিন মাঠে নেমেছিলেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ড্য। ৩০ তম জন্মদিনের দিন কেক কেটেই ২২ গজে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ আফগানিস্তানের বিরুদ্ধে কাঙ্খিত জয় আসার পর ফের আরেও এক দফা সেলিব্রেশনে মাতলেন সকলে। ড্রেসিংরুমে আরও একবার কেক কেটে হার্দিক পান্ডিয়ার জন্মদিন পালন করা হল। সঙ্গে ম্যাচের আগেই কেক কেটে নিজের জন্মদিন পালন করে ফেললেন হার্দিক। সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালকদের সঙ্গে কেক কাটলেন তিনি।হার্দিক কেক কাটার সময় অরুণ জেটলি স্টেডিয়ামের সকল দর্শকরা একসঙ্গে হাতহাতি দিয়ে ওঠেন।
ম্যাচের আগে এমন সেলিব্রেশন হার্দিকের মন ছুঁয়ে গিয়েছিল। বিসিসিআই ড্রেসিংরুমে ভারতের এই তারকা অলরাউন্ডারের কেক কাটার একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে উপস্থিত ছিলেন ইশান কিশান, বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ অন্যান্য খেলোয়াড়রা। ভিডিয়োতে দেখা গিয়েছে, হার্দিক কেক কাটছেন। উপস্থিত সকলে হাততালি দিয়ে হার্দিককে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছেন।এই কেক কাটার বিষয় অত্যন্ত খুশি হার্দিক। তিনি জানান এই প্রথমবার তাঁর জন্মদিনের দিন কোনও ম্যাচ পড়েছে এবং তিনি দেখতে চান দিনটি কেমন যায়। হার্দিকের বলেন, ‘আমি সত্যিই খুশি। জীবনে প্রথমবার আমার সঙ্গে এই ঘটনা ঘটলো। এই প্রথমবার আমার জন্মদিনের দিন কোনও ম্যাচ পড়েছে।
ভালোই লাগছে এতে। এবার দেখা যাক কি হয়। তবে আমি আশাবাদী ভালো হবে।’বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাটরা।জয় শাহ। তিনি একটি টুইটের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে শুভেচ্ছা জানান। তিনি টুইট করেন, ‘শুভ জন্মদিন হার্দিক। তোমার খেলার প্রতি লক্ষ্য, কঠোর পরিশ্রম ও হার না মানা মানসিকতা আমাদের দেশের সমস্ত তরুণকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করেছে। আজকের দিনটা যেন তোমার যেনো শুভ যায় এবং জয় যেন আজ তোমারই হয়।’
Free Access