ad
ad

Breaking News

ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপের দিন হবে ‘বিশ্ব সন্ত্রাস কাপ’! হুমকি খালিস্তানি জঙ্গি নেতার

Bangla Jago Desk: আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। আর এই টুর্নামেন্ট শুরুর আগেই নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুন সরাসরি হুমকি দিয়েছে ভারত সরকারকে। সম্প্রতি তাঁর একটি অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে তাঁর বক্তব্য অনুযায়ী, এবার ভারতে ক্রিকেট বিশ্বকাপ হবে না, বরং হবে টেরর কাপ! […]

Gurpatwant Singh Pannun: %%title%% %%page%% %%sep%% %%sitename%%

Bangla Jago Desk: আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। আর এই টুর্নামেন্ট শুরুর আগেই নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুন সরাসরি হুমকি দিয়েছে ভারত সরকারকে। সম্প্রতি তাঁর একটি অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে তাঁর বক্তব্য অনুযায়ী, এবার ভারতে ক্রিকেট বিশ্বকাপ হবে না, বরং হবে টেরর কাপ! তাঁর এই ফোন কল ভাইরাল হওয়ার পরেই শুক্রবার,পান্নুনের বিরুদ্ধে বিরুদ্ধে একটি এফআইআর জারি করেছে গুজরাট পুলিশ।

সূত্রের খবর, আগামী ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচচলাকালিন নাশকতা করার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন এসএফজে। ফলে বলা বাহুল্য, ওই দিন আহমেদাবাদ স্টেডিয়াম নিরাপত্তা বলয়ে ঘিরে ফেরা হবে। গুজরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ব্রিটেনের একটি নম্বর থেকে অনেকের কাছে ফোন এসেছে, সেখানেই এই অডিও রেকর্ডিং শোনানো হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও ছাড়া হয়েছে এই অডিও ক্লিপ।

ওই হুমকি বার্তায় পান্নুন বলেছে, “শহিদ নিজ্জর হত্যাকাণ্ডের জবাব আমরা দেব। আমরা আপনাদের হিংসতার বিরুদ্ধে ভোটকে ব্যবহার করব। এই অক্টোবরে দেশজুড়ে কোনও বিশ্বকাপ ক্রিকেট হবে না। এটা হবে বিশ্ব সন্ত্রাস কাপের সূচনা।” বার্তা শেষে নিজের পরিচয়ও দিয়েছেন পান্নুন। যদিও এই নিয়ে এখনও কোনও পাল্টা মন্তব্য করা হয়নি ভারত সরকারের পক্ষ থেকে।

Free Access