ad
ad

Breaking News

গোল্ডেন টিকিট

গোল্ডেন টিকিট পেলেন রজনীকান্ত

Bangla Jago Desk: ওয়ানডে বিশ্বকাপের দিন এগিয়ে আসছে ।  সময় যতই ঘনিয়ে আসছে, বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ততই বাড়ছে। স্বাভাবিক ভাবেই ভারতের ম্যাচগুলোর টিকিটও যেন অমূল্য  হয়ে উঠছে । সাত বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত । আসরের টিকিটের জন্য চারদিকে হাহাকার দেখা গেলেও দেশটির তারকাদের জন্য ‘গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস’ […]

Bangla Jago Desk: ওয়ানডে বিশ্বকাপের দিন এগিয়ে আসছে ।  সময় যতই ঘনিয়ে আসছে, বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ততই বাড়ছে। স্বাভাবিক ভাবেই ভারতের ম্যাচগুলোর টিকিটও যেন অমূল্য  হয়ে উঠছে । সাত বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত । আসরের টিকিটের জন্য চারদিকে হাহাকার দেখা গেলেও দেশটির তারকাদের জন্য ‘গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস’ চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার সেই টিকিট পেলেন অভিনেতা রজনীকান্ত।

তবে ভারতীয় আইকনদের টিকিট পেতে যাতে কোনো সমস্যা নয়, সেটি নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। বিভিন্ন জগতের মহাতারকা, রথী–মহারথীদের বিনা মূল্যে ভিআইপি স্ট্যান্ডে বসে বিশ্বকাপের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ করে দিচ্ছে।এর আগে বিশেষ এই গোল্ডেন টিকিট পেয়েছিলেন বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চন ও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এই টিকিট দিয়ে পুরো আসরজুড়ে যে কোনো স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ডে বসে যে কোনো ম্যাচ উপভোগ করা যাবে।রজনীকান্তের হাতে গোল্ডেন টিকিট তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ।

টিকিটের সঙ্গে বিশেষ অ্যাক্রিডিটেশন কার্ডও দেওয়া হয়েছে তাকে। রজনীকান্তকে টিকিট দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিসিসিআই লিখেছে, ‘চলচ্চিত্রজগতের বাইরেও এক অনন্য সাধারণ ব্যক্তি! শ্রী রজনীকান্তর হাতে গোল্ডেন টিকিট তুলে দিচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি চলচ্চিত্রের জন্য সত্যিকারের মূর্ত প্রতীক।’তারা আরও লিখেছে, ‘কিংবদন্তি এই অভিনেতা তার কাজের মধ্য দিয়ে লাখ লাখ মানুষের হৃদয় জিতে নিয়েছেন।রুপালি পর্দার মানুষ হলেও ক্রিকেটের প্রতি রজনীকান্তর আলাদা টান। প্রায়ই খেলা দেখতে মাঠে ছুটে যান ৭২ বছর বয়সী এই তারকা। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই ম্যাচে রজনীকান্তকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।