ad
ad

Breaking News

Neeraj

২০২৪-র বিশ্বসেরা হলেন সোনার ছেলে নীরজ

প্যারিস অলিম্পিক্সে সোনা হাতছাড়া হলেও নীরজকে ২০২৪-র বিশ্ব সেরা জ্যাভলার হিসাবে বেছে নিল এক মার্কিন সংবাদপত্র

Golden boy Neeraj is the world best of 2024

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : ২০২৪-র প্যারিস অলিম্পিক গেমসে সোনা হাতছাড়া হয়েছিল ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার। পাক জ্যাভলার নীরজের চির প্রতিদ্বন্দ্বী নাদিমের কাছে হেরেই সোনা জয় অধরা ছিল নীরজের। কিন্তু প্যারিস অলিম্পিক্সে সোনা হাতছাড়া হলেও নীরজকে ২০২৪-র বিশ্ব সেরা জ্যাভলার হিসাবে বেছে নিল এক মার্কিন সংবাদপত্র।

[ আরও পড়ুনঃএকদা প্রতিপক্ষের কাঁধে চড়েই ২৫টি গ্রান্ডস্লাম জেতার স্বপ্ন দেখছেন জোকার] 

মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় সংবাদপত্র সূত্রে খবর, ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়াকেই গত ২০২৪-র বিশ্বসেরা জ্যাভলার হিসাবে বিবেচিত করা হয়েছে। নীরজ এই লড়াইয়ে পিছনে ফেলেছেন দু’বারের বিশ্বজয়ী জ্যাভলার গ্রানাডার অ্যান্ডারসন পিটার্সকে। কিন্তু প্যারিস অলিম্পক্সে সোনা জয়ের পরও কেন পাক জ্যাভলার নাদিম কেন সেরা হতে পারলেন না নাদিম? এই প্রসঙ্গে ওই সংবাদপত্রের এক কর্তা জানান, নাদিম গত প্যারিস অলিম্পিক গেমসে সোনা জয়ের পর একটি মাত্র ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেটি হল প্যারিসের ডায়মন্ড লিগ। কিন্তু সেখানে আশানুরূপ ফল করতে ব্যর্থ হন পাক জ্যাভলার। তিনি অধিকার করেন চতুর্থ স্থান। ফলে তালিকায় নাদিম থাকেন পঞ্চম স্থানে।

অপর দিকে নীরজ প্যারিস অলিম্পক গেমসে রূপো জেতার পাশাপাশি ডায়মন্ড লিগে তাঁর তীরে এসে তরী ডোবে। এরপর দোহা, ব্রাসেলস এবং লুসেনে অনুষ্ঠিত জ্যাভলিন টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেন। পাশাপাশি পাভো নুর্মি গেমসে সোনা জয় করেছিলেন নীরজ। এই কারণেই সবাইকে পিছনে ফেলে তিনি জয় করে নিলেন এই খেতাব।