ad
ad

Breaking News

Glenn Maxwell

Glenn Maxwell: ম্যাক্সওয়েল নামক সাইক্লোন, আমেরিকা লিগে উড়ে গেল কিং খানের দল

দিনের শুরুতে যখন ম্যাক্সওয়েল ক্রিজে আসেন তখন তাঁর দল ওয়াশিংটন ফ্রিডম খুব একটা ভাল অবস্থায় ছিল না।

Glenn Maxwell Slams 106 in MLC, Equals Rohit

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: যে কোনও খেলোয়াড়রা তাঁদের যাবতীয় সমালোচনার জবাব দেওয়ার জন্য বেছে নেন ক্রীড়াক্ষেত্রকেই। ম্যাক্সওয়েল-ও তার ব্যতিক্রম নন। সদ্য শেষ হওয়া আইপিএল-এ সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলে কি হবে, আমেরিকার মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডম দলের হয়ে ২২ গজে দুরন্ত ছন্দে পাওয়া গেল এই অজি ব্যাটারকে (Glenn Maxwell)।

দিনের শুরুতে যখন ম্যাক্সওয়েল ক্রিজে আসেন তখন তাঁর দল ওয়াশিংটন ফ্রিডম খুব একটা ভাল অবস্থায় ছিল না। তাদের সংগ্রহ ছিল ১৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান। তারপরই শুরু হয় ম্যাক্সওয়েল ঝড়। এই ম্যাচে ম্যাক্সওয়েল যখন প্রথম ব্যাট হাতে ক্রিজে আসেন, তখন তাঁকে দেখে বোঝাই যায়নি এইরকম দুরন্ত ছন্দে তাঁকে দেখা যাবে। তবে যত সময় গড়িয়েছে, ম্যাক্সওয়েল যেন ততই নিজেকে মেলে ধরেছেন।

আরও পড়ুন: Political Controversy: ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি, কেন্দ্রকে কটাক্ষ করে কী বললেন মুখ্যমন্ত্রী

ম্যাচের শুরুতে ১৫ বলে কোনও বাউন্ডারি ছাড়া তাঁর রান ছিল মাত্র ১১। এইরকম পারফরম্যান্সের পর মাত্র ৪৯ বল খেলে ১০৬ রান করলেন তিনি। ১৩টি ছয় ও দুটি চারের সাহায্যে এই রান করেন আইপিএল-এ শ্রেয়সদের সতীর্থ। পাশাপাশি এর সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের অষ্টম শতরানটি করে ফেললেন তিনি। শুধু তাই নয়, তাঁর শতরানের ফলেই ১১৩ রানে পরাজিত হতে হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে (Glenn Maxwell)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ম্যাক্সওয়েল এখন যৌথভাবে সর্বোচ্চ শতরানের মালিক। এই তালিকায় শীর্ষে রয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইল। তাঁর ঝুলিতে রয়েছে ২২টি সেঞ্চুরি। এরপর যথাক্রমে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর সংগ্রহ ১১টি। এবং তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি ও রাইলো রুশো। দুজনেরই সংগ্রহ ৯টি করে সেঞ্চুরি। তালিকার চতুর্থ স্থানে এবার নিজের নাম পাকা করে ফেললেন ম্যাক্সওয়েল। অষ্টম শতরান পূর্ণ করে এই তালিকায় তিনি ছাড়াও রয়েছেন রয়েছেন রোহিত শর্মা, মাইকেল ক্লিঙ্গার, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও জস বাটলার (Glenn Maxwell)।