সংগৃহীত
Bangla Jago Desk: আর ক দিনের অপেক্ষা । তার পর প্যারিসে হতে চলেছে অলিম্পিক্সের আসর । দিন কয়েক আগে মেরি কমকে দেওয়া হয়েছিল শেফ দ্য মিশনের পদ । আচমকা এই পদ থেকে সরে যান মেরি কম। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি উষাকে চিঠি দিয়েছিলেন মেরি কম। তিনি ওই চিঠিতে উল্লেখ করেছিলেন কিছু ব্যক্তিগত কারণের জন্যই এই পদ থেকে সরে আসার বিষয়ে ।
Press Release 🚨 pic.twitter.com/hRv5iuTGnU
— Team India (@WeAreTeamIndia) July 8, 2024
তবে দেশের জন্য কাজ করাটা গর্বের হলেও কিছু সমস্যা রয়ে গেছে , যে কারণে তিনি সরে আসতে বাধ্য হয়েছেন । দেশের অ্যাথলিটরা যখন পারফর্ম করবেন তাদের হয়ে গলা ফাটানোর জন্য রেডি আছেন বলেই মেরি কম উল্লেখ করেছেন। এবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে ‘শেফ দ্য মিশন’ পরিবর্তন করা হলো। এবার দায়িত্ব দেওয়া হল গগন নারাংকে। ভারতীয় শুটার এই দায়িত্ব এবার পালন করবেন। আইওএর সভাপতি পিটি ঊষার তরফে এক বিবৃতিতে ৪১ বছর বয়সী গগন নারাংকে শেফ দ্য মিশনের দায়িত্বে উন্নীত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ২১ মার্চই ভারতের শেফ দ্য মিশন হিসাবে সামনে এসেছিল মেরির নাম। মাত্র কয়েকদিনের মধ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন । পদ থেকে না সরলে মেরি ২৬ জুলাই থেকে ১১ অগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক্সে ভারতীয় দলের সঙ্গে থাকতেন মেরি । তবে খুব শীঘ্রই তার বিকল্প সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। এবার একেবারে অন্য রকম ভাবে হতে চলেছে এই অলিম্পিক্স । ১২৪ বছরের আধুনিক অলিম্পিক্সেও কখনও হয়নি ।