চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : চারপাশে যে দিকে চোখ যাচ্ছে, শুধুই দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। এমনই ভয়ঙ্কর দাবানলের মুখে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শহর লস অ্যাঞ্জেলস শহর।
আগুন কোনও বাচ বিচার করে না। মানে না কোনও হিসাব-নিকাষও। নিজের উন্মত্ততায় সে নিমিষে ছারখার করে দেয় এই পৃথিবীর সব কিছু। ঠিক যেমনটা সে করল প্রাক্তন মেক্সিকোর জাতীয় ফুটবলার কার্লোস ভেলার বাড়িটি। বিশ্ব ফুটবলে একটা সময় হায়না নামে আখ্যা পেয়েছিলেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যে এই অগ্নিকাণ্ডকে আখ্যা দেওয়া হয়েছে ‘প্যালিসাদেস ফায়ার’ নামে।
[ আরও পড়ুনঃবাংলাকে নিজের ঘর মনে করুন, বার্তা মুখ্যমন্ত্রীর]
ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে নিজের বাড়ির পুড়ে যাওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন ভেলার স্ত্রী ক্যানিবানো। সেখানে তিনি লেখেন, ‘মালিবুতে আমাদের সুন্দর বাড়িটি বৃহস্পতিবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এবং আমার পরিবারের সদস্যরা এখনও এই ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি। বাড়ির এক একটা দামী দামী আসবাবপত্র যেভাবে পুড়ে গিয়েছে, তা চোখের সামনে দেখে আমাদের সকলেই দুঃখ ও হতাশ হয়ে পড়েছি। তবে সকলকে জানাই যে ভেলা-সহ বাড়ির সকলে নিরাপদ আছেন।’
তবে এই অগ্নিকাণ্ডে শুধু ভেলার বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়, যুক্তরাষ্ট্রের মহিলা লিগের দল অ্যাঞ্জেল সিটির ডিফেন্ডার আলি রাইলির বাড়িটিও আগুনে পুড়ে গিয়েছে।
চেলসির প্রাক্তন ফুটবলার আলি সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির একটি ছবি পোস্ট করেন ক্যাপশনে লেখেন, ‘এই ঘরেই আমরা থাকতাম। যেটা এখন আগুনে পুড়ে যাচ্ছে। আর এমন দৃশ্য চোখের সামনে আমাদের পরিবারের সকলকে দেখতে হচ্ছে। যা এক কষ্টদায়ক অনুভূতি ছাড়া আর কিছুই নয়।’
প্রসঙ্গত, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শুধু যে ফুটবলারদের বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নয়। ফুটবলের বাইরে থাকা অন্যান্য ক্রীড়া ব্যক্তিদের বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তালিকায় রয়েছেন অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ জেজে রেডিকের বাড়িই। তবে ভেলা বা রাইলির মতো তিনিও নিরাপদে আছেন বলে জানান জেজে।