ad
ad

Breaking News

Sunil's

সুনীলদের পারফরম্যান্সে অখুশি কোচ , ইস্তফা দেবেন তিনি !

আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে যাত্রা করার আগেই এই মন্তব্য করেছেন কোচ ইগর স্টিম্যাচ ।  তিনি বলেছেন , যদি ভারতকে তৃতীয় রাউন্ডে  পৌঁছে দিতে না  পারেন  তা হলে তিনি  ইস্তফা দেবেন । যদিও ভিতরের সামনে তৃতীয় রাউন্ডে যাওয়ার সময় রয়েছে ।এর আগে ভারতীয় ফুটবল টিম আফগানিস্তানের  বিপক্ষে গোল করতে পারেনি,যদিও  সুনীল ছেত্রীরা বিপক্ষ টিমকেও গোল করতে দেয়নি

Unhappy coach with Sunil's performance, he will resign!

Bangla Jago Desk : বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার জন্য  ভারতীয় ফুটবল টিম  একের পর এক ম্যাচ খেলছে  । ফলাফল খুব একটা ভাল নয় ।   ইগর স্টিম্যাচের টিম  খুব চেষ্টা করলেও সফল হতে  পারছে না । পিছিয়ে যাচ্ছে । তবে এবার কোচ বলছেন ,যোগ্যতা অর্জনের জন্য যদি তৃতীয় রাউন্ডে উঠতে না পারে তাহলে তিনি পদে ইস্তফা দেবেন । পদত্যাগ করবেন ।

আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে যাত্রা করার আগেই এই মন্তব্য করেছেন কোচ ইগর স্টিম্যাচ ।  তিনি বলেছেন , যদি ভারতকে তৃতীয় রাউন্ডে  পৌঁছে দিতে না  পারেন  তা হলে তিনি  ইস্তফা দেবেন । যদিও ভিতরের সামনে তৃতীয় রাউন্ডে যাওয়ার সময় রয়েছে ।এর আগে ভারতীয় ফুটবল টিম আফগানিস্তানের  বিপক্ষে গোল করতে পারেনি,যদিও  সুনীল ছেত্রীরা বিপক্ষ টিমকেও গোল করতে দেয়নি।  অর্থাৎ গোল শূন্য ড্র দিয়েই ম্যাচ শেষ হয় যদিও শুরু থেকে আক্রমনাত্মক মেজাজে খেলতে থাকেন ইগর স্টিম্যাচের ছেলেরা । তার ফলে একের পর এক গোলের সুযোগ তৈরি হয় যদিও সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি মনবীর  সিং,  নিখিল পূজারীরা।

ফিফা তালিকার ১৫৮ নম্বরে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে ১১৭ নাম্বারে থাকা ভারত আটকে গিয়েছিল ।একের পর এক ম্যাচে না পারার জন্য্ই এই মন্তব্য করেছেন জাতীয় দলের কোচ ।  এই ড্র করার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের  তৃতীয় রাউন্ডে যাওয়া খানিকটা কঠিন হয়ে গেল সুনীল ছেত্রীদের।  তবে  , কুয়েত এবং কাতারের বিরুদ্ধে এখনো বাকি রয়েছে ম্যাচ । যদিও এই ম্যাচের পর ছেলেদের পারফরম্যান্সে খুশী হতে পারছেন না জাতীয় দলের কোচ  স্টিম্যাচ ।