ad
ad

Breaking News

2024 Euro Cup

2024 Euro Cup: ইউরো কাপে কোন গ্রুপে কোন দল? জানুন বিস্তারিত

ইউরো কাপ ২০২৪ শুরু হবে ১৪ জুন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক জার্মানি ও স্কটল্যান্ড। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা

The 2024 Euro Cup is about to begin

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : শুরু হতে চলেছে ২০২৪ ইউরো কাপ। এবারে ইউরো কাপ আয়োজক দেশ জার্মানি। গতবার ইউরোপর ১২টি শহরে প্রতিযোগিতা হলেও এবার আগের ফর্ম্যাট অর্থাৎ একটি দেশেই গোটা টুর্নামেন্ট হবে। জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় ইউরো ২০২৪–এর লাকি ড্র।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরো কাপের ৬ টি গ্রুপের ৪টি করে দলকে বাছাই করা হয়। গ্রুপ ঘোষণার আগে ২৪টি দলকে ৪টি বিভাগে ভাগ করা হয়েছিল। সেখান থেকেই ড্র-এর মাধ্যমে ৬টি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ বিন্যাসের পর দেখা যায় অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছে আয়োজক জার্মানি। তাদের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড। গ্রুপ বি -কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। ৩টি বড় দল রয়েছে এই গ্রুপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি সহ রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।গ্রুপ সি-তে রয়েছে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। অপেক্ষাকৃত সহজ গ্রুপ। ইংল্যান্ডের সঙ্গে রয়েছে স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া। গ্রুপ ডি-ও যথেষ্ট কঠিন। ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রেয়ার সঙ্গে থাকছে প্লে অফের একটি দল। পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড বা এস্তোনিয়ার মধ্যে একটি দল যোগ দেবে গ্রুপ ডি-তে। গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও প্লে অফের একটি দল। ইসরায়েল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন ও আইসল্যান্ডের যে কোনও ঢুকবে এই গ্রুপে।

[ আরও পড়ুন : Euro Cup 2024: ছন্দে থাকা সত্বেও ইউরোতে অনিশ্চিত রোনাল্ডো ! ]
গ্রুপ এফ-এ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এটি রোনাল্ডোর শেষ ইউরো কাপ হতে চলেছে তা একপ্রকার নিশ্চিৎ। এই গ্রুপের পর্তুগাল ছাড়াও রয়েছে তুরস্ক, চেক রিপাবলিক ও প্লে অফের একটি দল। জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান ও লুক্সেমবার্গের মধ্যে একটি দল প্লে অফ থেকে উঠে এসে যোগ দেবে এই গ্রুপে।

এক ঝলকে দেখে নিন ইউরো কাপের গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ– জার্মানি (আয়োজক), স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইৎজারল্যান্ড
গ্রুপ বি– স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি-স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি– প্লে অফের দল, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই-বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফের দল
গ্রুপ এফ-তুরস্ক, প্লে-অফের দল, চেক রিপাব্লিক, পর্তুগাল

[ আরও পড়ুন : Election Commission: ৭২০০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, কমিশনের ঘরে এল ১৬.৪ কোটি টাকা

প্রসঙ্গত, ইউরো কাপ ২০২৪ শুরু হবে ১৪ জুন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক জার্মানি ও স্কটল্যান্ড। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। জার্মানির ১০টি শহরে হবে প্রতিযোগিতা। ১৪ জুলাই বার্লিনে হবে ইউরো ২০২৪-এর মেগা ফাইনাল।