ad
ad

Breaking News

Euro Cup 2024

Euro Cup 2024: ইউরো কাপে ইতিহাস গড়ার পথে স্পেন, দায়িত্ব বেড়েছে তরুণদের, কারণ ব্যাখ্যা করলেন পেদ্রি

ইউরো কাপে সর্বোচ্চ জয় পেয়েছে স্পেন ও জার্মানি। জার্মানির মাটিতেই এবার তাদের নিজেদের রেকর্ড ছাপিয়ে চতুর্থবার ইউরো কাপ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ স্পেন।

Spain on course to make Euro Cup history, explains Pedri

সংগৃহীত

Bangla Jago Desk: ইউরো কাপে সর্বোচ্চ জয় পেয়েছে স্পেন ও জার্মানি। জার্মানির মাটিতেই এবার তাদের নিজেদের রেকর্ড ছাপিয়ে চতুর্থবার ইউরো কাপ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ স্পেন। ২০১২ সালে স্পেন শেষ ইউরো কাপ জিতেছিল। এ ছাড়া ১৯৬৪ সালে আয়োজক দেশ হিসেবে প্রথমবার জয় ছিনিয়ে নেয় স্পেন। চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে।

[ আরও পড়ুন: Viral video: ‘ধোঁকে কি সাজা মউত’, প্রেমিকাকে খুন করে স্বীকারোক্তি যুবকের, ভাইরাল ভিডিও]

১৯৮৪ সালে হয় রানার-আপ।পেদ্রি দেশের হয়ে এই নিয়ে তৃতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন । বার্সেলোনার হয়ে এই মিডফিল্ডার খেলেন।সর্বকনিষ্ঠ স্প্যানিশ হিসেবে ২০২১ সালে তিনি ইউরো কাপ খেলেছিলেন । মিগুয়েল টেন্ডিলোর রেকর্ড ভেঙে দিয়েছিলেন ১৮ বছর ৬ মাস ১৮ দিনের মাথায় ইউরো অভিষেক সঙ্গে সঙ্গেই। তিন বছর আগে ইউরো কাপের আসরে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হয়েছিলেন পেদ্রি। এবার স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে তারুণ্য নির্ভর দল নিয়েই ইউরো কাপ অভিযানে এসেছেন। ২৬ সদস্যের দলে ১১ জন এমন ফুটবলার রয়েছেন যাঁরা ১০টি বা তার কম ম্যাচ খেলেছেন। শুধু আলভারো মোরাতা ও জেসাস নাভাসের ৫০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে ১৫ জুন গ্রুপ বি অভিযান শুরু করতে চলেছে স্পেন। এই ম্যাচ ভারতীয় সময় রাত সাড়ে ৯টা। গতবারের চ্যাম্পিয়ন ইতালি ও আলবেনিয়াও রয়েছে তাদের গ্রুপে। ২০ জুন ইতালি ও ২৪ জুন আলবেনিয়ার বিরুদ্ধে স্প্যানিশ দ্বৈরথ, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। সর্বস্ব উজাড় করে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পেদ্রি। বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচে হার শেষে গিয়ে খেতাব যায় এই ইতিহাস স্পেনের রয়েছে। তরুণ খেলোয়াড়রা ও তাদের সর্বোচ্চ পারফরমেন্স দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ।