ad
ad

Breaking News

IPL - ISL

কলকাতায় একই দিনে আইপিএল – আইএসএল

মোহনবাগানের  যে দলের বিপক্ষে নামছে  তা  মোহনবাগানের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা  বিষয় । কারণ মোহনবাগান এর আগে ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট পেয়েছে ।  এদিকে মুম্বইয়ের পয়েন্ট ৪১ । ফলত এই দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ এদিনের ম্যাচ

Same shadow IPL - ISL in Kolkata

Bangla Jago Desk :আইপিএলের  দ্বিতীয় পর্বের সূচি ঘোষিত হয়েছে । নির্বাচনের এই আবহে  এবার গোটা  আইপিএল হবে দেশেই । কলকাতাতেও রয়েছে বেশ কয়েকটা ম্যাচ । তার মধ্যে আগামী ১৪ এপ্রিল রয়েছে আইএসএলের ম্যাচ । ওই দিনই পড়েছে আইপিএলের ম্যাচ । যা অনুষ্ঠিত হবে ইডেনেই । এক্ই দিনে আইপিএল ও আইএস এলে মাতবে বাঙালি । রাজনীতি সচেতন বাঙালির  সমান  আগ্রহ রয়েছে খেলার প্রতিও।১৪ এপ্রিল কেকেআর নামবে লখন্উ সুপার জায়ান্টের বিপক্ষে । আইএস্এলে মোহনবাগান নামবে মুম্ব্ই সিটি এফসির বিপক্ষে । দুটো ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা যেমন দরকার তেম্ই রাতে পর্যাপ্ত গাড়ির দরকার।

সব মিলিয়ে প্রশাসন কে সজাগ থাকতে হবে । খেলা প্রিয় বাঙালির সেই দিন চরম উত্তেজনার হতে চলেছে । ওই দিন মোহনবাগানের  যে দলের বিপক্ষে নামছে  তা  মোহনবাগানের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা  বিষয় । কারণ মোহনবাগান এর আগে ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট পেয়েছে ।  এদিকে মুম্বইয়ের পয়েন্ট ৪১ । ফলত এই দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ এদিনের ম্যাচ । সব খেলার সেরা বাঙালির ফুটবল হলেও বাঙালির  সমান আগ্রহ  দেখায় ক্রিকেট নিয়ে ।  মোহনবাগান – মুম্ব্ই এর‌ ম্যাচের বল গড়াবে বিকেল ৫ টায় , অপর দিকে ইডেনে  ক্রিকেট ম্যাচ শুরু দুপুর সাড়ে তিনটেই ।তবে খেলা প্রিয় দর্শকদের   এখন একটাই প্রশ্ন  দুটো ম্যাচ এক্ই  দিনে হবে তো ? নাকি কোনোটা পিছিয়ে যাবে !

ভোটের এই বছরে রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক না কেন বাঙালির সঙ্গে খেলা  যেন রক্তের মধ্যে মিশে রয়েছে। ফুটবল  ক্রিকেট  যখন্ই হোক না কেন উপভোগ করবে বাঙালি । আগামী ১৪ এপ্রিল কেকেআর ও মোহনবাগানের জন্য যে কলকাতার তাপমাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাবে তা  স্পষ্ট । সমর্থকেরা গলা ফাটাবেন ফুটবল ও ক্রিকেটের জন্য ।