ad
ad

Breaking News

Cristiano Ronaldo

Cristiano Ronaldo : ইউরো কাপ খেলার জন্য মুখিয়ে আছেন রোনাল্ডো

এখনও পর্যন্ত রোনাল্ডো দেশের জার্সিতে ২০৬ টি ম্যাচ খেলেছেন , যার মধ্যে ১২৮টি গোল করেছেন দেশের জার্সি পরে।

Ronaldo is looking forward to playing Eur ocup

Bangla Jago Desk :  গোটা ফুটবল বিশ্ব অপেক্ষায় থাকে রোনাল্ডো কবে মাঠে নামতে চলেছে। দেশের জার্সিতে হোক বা আল নাসেরের জার্সিতে , যখনই তিনি মাঠে নামেন না কেন তাকে ঘিরে নতুন নতুন প্রত্যাশা তৈরি হয় সমর্থকদের মধ্যে । গোলের পর গোল করে দলকে জেতাবেন রোনাল্ডো ; মূলত এই প্রত্যাশায় থাকে সমর্থকদের মধ্যে। এবার তিনি নিজে এক সুখবর দিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি এবার ইউরো কাপে খেলতে চলেছেন।

[ আরও পড়ুন – Argentina : অলিম্পিকে মার্তিনেজ খেললেও, খেলা হচ্ছে না মেসির ]

ইউরো কাপের জন্য যে দল ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল কর্তৃপক্ষ সেখানে রোনাল্ডোর নাম থাকায় খুশি পর্তুগিজ এই তারকা। নিজের খুশি হওয়া ভাগ করে নিলেন এবার সমর্থকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায়। নিজের উৎফুল্ল হওয়ার একটি ছবি পোস্ট করেছেন , সেই সঙ্গে তিনি লিখেছেন পর্তুগালের জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করতে পেরে তিনি ভীষণ গর্ববোধ করছেন । ইউরো কাপ খেলার জন্য তৈরি রয়েছেন তিনি। ১৪ই জুন থেকে শুরু হতে চলেছে ইউরো কাপ যা জার্মানিতে হতে চলেছে। সেই টুর্নামেন্টে পর্তুগাল শিবির থেকে ২৬ সদস্যের ফুটবল টিম ঘোষণা করা হয়েছে , সেখানেই সুযোগ পেয়েছেন রোনাল্ডো। বর্তমানে কোচ রবার্তো মার্টিনেজ তাকে ছাড়া দল ঘোষণা করতে পারেনি বলেই এই উচ্ছ্বাস রোনাল্ডোর ।

[ আরও পড়ুন – কোপা আমেরিকা নিয়ে স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার , খেলবেন মেসি ? দেখুন স্কোয়াড ]

এখনও পর্যন্ত রোনাল্ডো দেশের জার্সিতে ২০৬ টি ম্যাচ খেলেছেন , যার মধ্যে ১২৮টি গোল করেছেন দেশের জার্সি পরে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে তাকে টপকে যেতে পারেননি কেউ, বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক রোনাল্ডোই । ইউরো কাপের এই মূল পর্বের ম্যাচ খেলার আগে পর্তুগিজ ফুটবল টিম খেলবে দুটো প্রীতি ম্যাচ। সেখানে ফিনল্যান্ড , ক্রোয়েশিয়া এবং আয়ারল্যান্ডকে দেখা যাবে তাদের প্রতিপক্ষ হিসেবে।