সংগৃহীত
Bangla Jago Desk: অনেকদিন ধরেই জল্পনা ছিল রাহুল ভেকে মুম্বই সিটি এফসি ছাড়তে চলেছেন। অবশেষে মুম্বই সিটি এফসির তরফ থেকে নিশ্চিত করা হলো তাদের অধিনায়ক রাহুল ভেকে এই মরশুমেই দল ছাড়ছেন। মুম্বই সিটি এফসি তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে রাহুল ভেকেকে ধন্যবাদ জানায়।রাহুল ভেকে মুম্বইয়ের হয়ে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছেন। ২০২১ সালে বেঙ্গালুরু এফসি থেকে মুম্বাই সিটি এফসিতে যোগদান করেন।
[ আরও পড়ুন: NHAI: ৩রা জুন থেকে বাড়ল জাতীয় সড়কে টোল ফি’র শতকরা]
প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-কুয়া আল-জাওয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় মুম্বই। মুম্বই সিটি এফসির সাথেই আরো একটি ইতিহাস গড়েন রাহুল ভেকে। প্রথম ভারতীয় হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গোল করেন রাহুল। মুম্বইয়ের সাথে তিন বছরে ৭৮ টি ম্যাচ খেলেন। তিনটি গোলও করেন ক্লাবের হয়ে। তিনি ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। ২০২২-২৩ মরশুমে মুম্বই সিটি এফসির আইএসএল লিগ শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ২০২৩-২৪ মরশুমে এই শিল্ড মুম্বই সিটি এফসির হাত ছাড়া হলেও মোহনবাগানকে হারিয়ে আইএসএল কাপ জয় করেছিল মুম্বই।
[ আরও পড়ুন: T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচেই সুপার ওভার]
রাহুল ভেকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে লেখেন, “আমার সতীর্থদের প্রতি, এবং আপনাদের সমর্থন প্রতিটি ম্যাচে যে উদ্দীপনা নিয়ে এসেছেন তার জন্য ধন্যবাদ। এই ধরনের প্রতিভাশালী ব্যক্তিদের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া সম্মানের বিষয়। একজন খেলোয়াড় এবং ব্যক্তি হিসেবে আমার উন্নতির জন্য আপনারা প্রত্যেকেই অবদান রেখেছেন, তার জন্য ধন্যবাদ”।সূত্রের খবর, মুম্বই সিটি এফসি ছেড়ে রাহুল আবারও তাঁর পুরাতন দল বেঙ্গালুরু এফসির দিকেই পা বাড়াতে চলেছেন।