ad
ad

Breaking News

Bayer 04 Leverkusen

Bayer 04 Leverkusen : পুরনো রেকর্ড স্পর্শ লেভারকুসেনের

লেভারকুসেনের অপরাজেয় যাত্রা চলছেই। সেই যাত্রায় এবার তারা স্পর্শ করেছে ৫৯ বছরের পুরোনো একটি রেকর্ড

Old record touched by Leverkusen

Bangla Jago Desk : লেভারকুসেনের অপরাজেয় যাত্রা চলছেই। সেই যাত্রায় এবার তারা স্পর্শ করেছে ৫৯ বছরের পুরোনো একটি রেকর্ড। জার্মানির বুন্দেসলিগায় গত রবিবার জাবি আলোনসোর দল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রাঙ্কফুর্টকে। এই জয়ে নিজেদের অপরাজেয় যাত্রাটা লেভারকুসেন নিয়ে গেছে ৪৮ ম্যাচে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে এটা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। এর আগে এই রেকর্ডে একক অধিকার ছিল পর্তুগালের ক্লাব বেনফিকার।

বেনফিকা ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে ৪৮ ম্যাচ অপরাজিত ছিল। লেভারকুসেন তাদের পরের ম্যাচটি খেলবে ইউরোপা লিগে। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লিগের সেই ম্যাচে জাবি আলোনসোর দল না হারলে উঠে যাবে ইউরোপা লিগের ফাইনালে। একই সঙ্গে এককভাবে ইউরোপে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি অপরাজিত রেকর্ডের মালিকও হয়ে যাবে তারা।

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লিগে রোমার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছিল লেভারকুসেন।রোমা ম্যাচসহ এ মরশুমে লেভারকুসেনের আর সম্ভাব্য পাঁচটি ম্যাচ আছে। লিগে দুটি, জার্মান কাপের ফাইনাল আর রোমার বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লীগ  সহ ফাইনাল। সব কটি ম্যাচে অপরাজিত থাকলে ইউরোপের প্রথম দল হিসেবে তারা এক মরশুমে সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত থাকার রেকর্ড গড়বে।