ad
ad

Breaking News

ISL semi-final

আইএসএলে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি ওড়িশা

মোহনবাগান ইতিমধ্যেই আইএসএলের লিগ শিল্ড জয় করেছে। মুম্বাইকে সিটি এফসি-কে টানটান উত্তেজনাপূর্বক ম্যাচে ২-১ এ হারিয়ে ১ পয়েন্টের ফারাকে লিগ শিল্ড ঘরে তোলে মোহনবাগান

Odisha face Mohun Bagan in ISL semi-final

Bangla Jago Desk : মোহনবাগান ইতিমধ্যেই আইএসএলের লিগ শিল্ড জয় করেছে। মুম্বাইকে সিটি এফসি-কে টানটান উত্তেজনাপূর্বক ম্যাচে ২-১ এ হারিয়ে ১ পয়েন্টের ফারাকে লিগ শিল্ড ঘরে তোলে মোহনবাগান। এখন বাগান বাহিনীর লক্ষ্য আইএসএল ট্রফি। শিল্ড জয়ের পর দুইদিন ছুটি দিয়েছিলেন বাগান হেডস্যার আন্তোনিও লোপেস হাবাস। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনে দেখা গেল না তাঁকে।

সূত্রের খবর,  তিনি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। প্রসঙ্গত, মুম্বাই ম্যাচের আগেই তিনি অসুস্থতা থেকে ফিরে দলের সাথে যোগ দিয়েছিলেন। হাবাসের শরীর খারাপ নিয়ে চিন্তার ভাঁজ ম্যানেজমেন্ট সহ সমর্থকদের কপালে। ওড়িশার মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে  সেমিফাইনালে খেলতে নামার আগে আরেক চিন্তা সাহাল আব্দুল সামাদ। এখনও পর্যন্ত চোট থেকে পুরোপুরি মুক্ত হননি তিনি। এই ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ থাকছেই। এছাড়াও এই চোটের তালিকায় রয়েছেন প্রাক্তন ফুটবলার জামসেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি, গ্ল্যান মার্টিন্স’রা।অপরদিকে সের্জিও লোবেরার ওড়িশা এফসি। এই মরশুমে লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেছিল ওড়িশা। লিগের প্রথম থেকে বেশ ভালোই শুরু করেছিল।

এমনকি লিগের মাঝপথেও যথেষ্ট ভালো জায়গায় ছিল রয় কৃষ্ণারা। কিন্তু লিগের শেষের দিকে এসে ভরাডুবি হল ওড়িশার। লিগ শিল্ড জয়ের আশা শেষ হলেও আইএসএল ট্রফির আশা এখন বেঁচে আছে তাঁদের জন্য। শুক্রবার প্রথম এলিমিনেটরে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয় ওড়িশা এফসি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৭’ মিনিটে ফেডরের গোলে এগিয়ে যায় ব্লাস্টার্সরা। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার কিছুক্ষন আগেই ৮৭’ মিনিটে দিয়েগো মরিসিয়ো সমতায় ফেরান ওড়িশাকে। তারপরে যোগ হওয়া সময়েও ম্যাচের ফলাফল নির্ধারিত না হওয়ায় অতিরিক্ত ৩০’ মিনিটের খেলা গড়ায়। সেখানে ৯৮’ মিনিটে করা ইসাক ভান লাল রুয়াত ফেলা – এর গোলে ওড়িশা এফসির সেমিফাইনালের রাস্তা পরিষ্কার হয়ে যায়। আগামী ২৩শে এপ্রিল প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে এবং দ্বিতীয় লেগের ম্যাচে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মোহনাবাগানের মুখোমুখি হবে ওড়িশা এফসি।