Bangla Jago Desk : লিগ শিল্ড জয় এখন অতীত। মোহনবাগানের সামনে রয়েছে নতুন লক্ষ্য । আইএসএল ট্রফি জয় করতে চায় মোহনবাগান। মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে সেমিফাইনাল পর্ব। সেমিফাইনাল পর্ব শুরুর আগে এবার মোহনবাগানে খুশির খবর।
হাবাস অসুস্থ ছিলেন বলে যে জল্পনা ছড়িয়ে ছিল। সেই জল্পনা ইতি টানলেন হাবাস নিজেই। তার পাশাপাশি এদিকে সাহাল আব্দুল সামাদকেও দেওয়া হলো ফিট সার্টিফিকেট। এবার সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে দেখা যাবে সামাদকে। ওড়িশার বিরুদ্ধে তাকে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছেন মোহনবাগানের কোচ হাবাস। চলতি আইএসএল মরশুমে ওড়িশার বিরুদ্ধে আটকে গিয়েছে মোহনবাগান । দুবার আটকে গেলেও এবার পুরো আত্মবিশ্বাস নিয়ে এই মাঠে নামছে মোহনবাগান। হাবাস এ প্রসঙ্গে বলেছেন ওদের ভালো ফুটবলার দলে আছে তবে অতীতকে মনে রাখতে চান না তিনি । মোহনবাগান কোচ হাবাস এই ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়েই খেলোয়াড়দেরকে প্র্যাকটিস করাচ্ছেন ।
কয়েকদিন আগেই কোচ হাবাস উৎসবে গা ভাসাতে বারণ করেছিল দলকে । এমন কি লিগ শিল্ড জেতার সেলিব্রেশন পর্ব তুলে রেখেছিলেন তিনি । খেলোয়াড়দেরকে আরো বেশি করে প্র্যাকটিসে মন দিতে বলেছেন । লিগ শিল্ড জয়ের পর জেসন কামিংস আর আর্মান্দো সাদিকু হাবাস এর কাছে ছুটি চেয়েছিলেন। জানা গিয়েছে সেই ছুটি ও ক্যান্সেল করে দিয়েছেন আগেই ।