ad
ad

Breaking News

ISL

ওড়িশা-কে বধ করে ফাইনালে যেতে চায় হাবাস বাহিনী

কলিঙ্গ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগ-এর ম্যাচে ১ গোলে এগিয়ে থেকেও ২-১ এ হারতে হয়েছিল দিমি পেত্রাতস'দের। সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্মান্দো সাদিকু

Habas Bahini wants to go to the final after killing Odisha

Bangla Jago Desk : কলিঙ্গ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগ-এর ম্যাচে ১ গোলে এগিয়ে থেকেও ২-১ এ হারতে হয়েছিল দিমি পেত্রাতস’দের। সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্মান্দো সাদিকু। বিপরীত পক্ষে ওড়িশার হয়ে লাল কার্ড দেখেন কার্লোস ডেলগাডো। বেশ টানটান উত্তেজনার মধ্য দিয়ে সেই ম্যাচ শেষ হয়।

রবিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে মুখোমুখি হয় দুই দল। এই ম্যাচ-কে ঘিরে মোহনবাগান সমর্থক’দের উন্মাদনা তুঙ্গে। লিগের শেষ প্রায় ৬২ হাজার মোহনবাগান সমর্থকেরা ঠিক যেভাবে মুম্বইকে চাপে রেখে লিগ শিল্ড ঘরে তুলেছিল। সেই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্মান্দো সাদিকু। বিপরীত পক্ষে ওড়িশার হয়ে লাল কার্ড দেখেন কার্লোস ডেলগাডো।  এই ম্যাচ বেশ টানটান উত্তেজনার মধ্য দিয়ে  শেষ হয়। এই ম্যাচেও ঠিক সেরকমই করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে সমর্থকেরা। কলকাতার মাঠে ওড়িশা’কে হারিয়ে ফাইনালে উঠতে চাইছে তারা। এই ম্যাচে জয় পেতেই হবে মোহনবাগান’কে। এই ম্যাচ জয়ের জন্য মরিয়া হাবাস বাহিনী৷

ম্যানেজমেন্ট সমর্থকদের ফজন্য পর্যাপ্ত জলের ব্যাবস্থা রাখছে। সমর্থক’দের যাতে কোনোপ্রকার অসুবিধা না হয় সে সব বিষয়ে জোর নজর দিয়েছে ম্যানেজমেন্ট।কলকাতার মাঠে ওড়িশা’কে হারিয়ে ফাইনালে উঠতে চাইছে তারা। এই ম্যাচে জয় পেতেই হবে মোহনবাগান’কে। আর সব কিছুর মাঝে মেরিনার্স’দের জন্য খুশির খবর প্র্যাকটিসে যোগ দিয়েছেন আশিক কুরুনিয়ান।  এর পরের ম্যাচে গুলো নিয়ে বেশ আশাবাদী অনুগামিরা ।