ad
ad

Breaking News

Euro Cup

EURO CUP: ইউরো কাপের জয়ের লক্ষ্যেই নামবে জার্মানি

২০২৪ সালে ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের তালিকায় অন্যতম হল ইউরো কাপ। গোটা ইউরোপ মহাদেশে ফুটবল যুদ্ধে কার মাথায় ওঠে সেরার শিরোপা-সেদিকে নজর থাকবে গোটা দুনিয়ার।

EURO CUP: Germany will aim to win the Euro Cup

Bangla Jago Desk: ২০২৪ সালে ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের তালিকায় অন্যতম হল ইউরো কাপ। গোটা ইউরোপ মহাদেশে ফুটবল যুদ্ধে কার মাথায় ওঠে সেরার শিরোপা-সেদিকে নজর থাকবে গোটা দুনিয়ার। আইপিএল,টি-২০ বিশ্বকাপের পরেই রোড টু ইউরো।  ফুটবল দুনিয়ার সেরা তারকারা মাঠে নামবেন বল দখলের লড়াইয়ে। চলতি বছরের ইউরো কাপ আয়োজিত হবে জার্মানিতে। আগামী ১৪ জুন থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট। এই ইউরো কাপের সঙ্গে জড়িয়ে অনেক ইতিহাস। কত স্বপ্নের শুরু। কত স্বপ্নভঙ্গ। ইউরো কাপ থেকেই মিশেল প্লাতিনি, ভ্যান বাস্তেন, জিদান, ক্লোজের মতো তারকার জন্ম। সোনালি মুহূর্ত উপহার দিয়েছেন গার্ড মুলার, অঁরি, বার্গক্যাম্পরা। ২০২৪ সালে সেই ইউরো কাপের আসরে এবার তৈরি হবে নতুন ইতিহাস। উল্লেখ্য, এই টুর্নামেন্টে সফলতম দল আয়োজক জার্মানি নিজেই। তিনবার ইউরোপ সেরার খেতাব গিয়েছে তাদের ঝুলিতে।

[ আরও পড়ুন : আর্সেনালকে হারিয়ে ইতিহাসের পাতায় ম্যান সিটি ]

আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। ইতিমধ্যেই ইউরোর জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে জার্মানি। এতে হামেলসের মতো দলে জায়গা পাননি লিয়ন গোরেত্সকা। এই দুই তারকাকে বাদ দিয়ে চমক দিয়েছেন কোচ জুলিয়ান নাগলসম্যান। তবে দলে আছেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। ইউরো ২০২৪-এ জার্মানির অধিনায়কত্ব করবেন ইলকায় গুনদোয়ান। এই দলে নেই সার্জ গ্নাব্রি, লিওন গোরেৎসকা, টিমো ভেয়ার্নার, নিকলাস সুলেরাও।

[ আরও পড়ুন : Lok Sabha Election 2024 : ভোট-পঞ্চমীর শুরুতেই কয়েকটি জায়গায় বিপত্তি EVM-এ ]

ম্যানুয়েল ন্যুয়েরের সহ গোলরক্ষককের তালিকায় রয়েছেন অ্যালেকজান্ডার নুবেল, অলিভার বুমানন এবং মার্ক আন্দ্রে টার স্টেগান।

ডিফেন্সের দায়িত্ব সামলাবেন আন্তোনিও রুডিগার, ভালদেমার অ্যান্টন, বেঞ্জামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, নিকো শ্লটারবেক, জোনাথান।

মিডফিল্ডে খেলবেন টনি ক্রুস, জামাল মুসিয়ালা, রবার্ট এনড্রিক, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, আলেক্সজান্ডার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান উইর্টজ।

ফরোয়ার্ডে থাকবেন টমাস মুলার, ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ ও ডেনিজ উন্দাভ।