Bangla Jago Desk : মুম্বাই সিটি এফসি কে হারিয়ে মোহনবাগান লিগ শিল্ড জিতলেও ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারানো যে কঠিন হবে মোহনবাগানের ক্ষেত্রে তা স্পষ্ট করে বলছেন মুম্বাইয়ের প্রধান কোচ পিটার ক্রাতকি । গত সোমবার মুম্বই গোয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।
এদিকে ওড়িশা কে হারিয়ে মোহনবাগান উঠেছে ফাইনালে। ক্রাতকি বলছেন , ফাইনাল ম্যাচটা হবে জমজমাট। কারণ ৬০ হাজার দর্শক উপস্থিত থাকবে । মোহনবাগান কতটা ভালো খেলে তা মুম্বাই জানে বলেই উল্লেখ করেছেন ক্রাতকি । কারণ এর আগে মুখোমুখি হয়েছিল এই দু দল। তবে গত ম্যাচে যে ভুল করেছে মুম্বই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ফাইনালের লড়াইয়ে নামবে বলেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ক্রাতকি ।
এই ফাইনালে মুম্বাই আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে, আরো ভালো ফুটবল খেলার চেষ্টা করবে দল। আশা করছে জিতেই মাঠ ছাড়বে মুম্বাই । এদিকে মোহনবাগানের সামনে রয়েছে গতবারের ধারা বজায় রাখার সুযোগ। সে কারণে মোহনবাগান ও আরো আক্রমণাত্মক মেজাজে শুরু করবে খেলা।এই ফাইনালে ক্রাতকীর প্রধান অস্ত্র হবে ছাংতে । ছাংতের বিষয়ে তিনি জানিয়েছেন ও দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য । নিয়মিত গোল করে চলেছে। ও যথেষ্ট পরিশ্রমী। আইএসএল তোকে জয় করার লক্ষ্যে দু দলই এবার আক্রমনাত্মক মেজাজে মুখোমুখি হবে।