ad
ad

Breaking News

Olympic medals

আগুনের লেলিহান শিখা কেড়ে নিল অলিম্পিকের ১০টি পদক

এক ভয়বহ ঘটনার স্বাক্ষি থাকলেন সাঁতারু গ্যারি হল জুনিয়র

Flames took away 10 Olympic medals

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : একজন ক্রীড়াবিদের কাছে অলিম্পিকের আসরে অংশগ্রহণ যেমন তাঁর সারা জীবনের কাছে স্বপ্ন, ঠিক তেমনই স্বপ্ন ক্রীড়াক্ষেত্রের এই মেগা ইভেন্টে পদক জয়। যা শুধু তাঁকে নয়, গর্বিত করে তাঁর দেশকে। আর এই পদক জয়ের জন্যই একজন ক্রীড়বিদকে করতে হয় কঠোর পরিশ্রম। তারপরই মেলে সাফল্য। আর জীবনের সঞ্চয়ে থাকা এই অলিম্পিকের পদকগুলিই যদি পুড়ে ছাই হয়ে যায় আগুনের লেলিহাফ ন শিখায় তার থেকে দুঃখের আর কিছু হতে পারে কি! মনে হয় না। কিন্তু এইরকমই এক ভয়বহ ঘটনার স্বাক্ষি থাকলেন সাঁতারু গ্যারি হল জুনিয়র। 

[ আরও পড়ুনঃভয়াবহ বন্যা মক্কায়, মৃত্যু হয়েচে ৪ জনের] 

প্রসঙ্গত, এই মুহূর্তে ভয়ানক আগুনের কড়াল গ্রাসের কবলে ছারখার হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শহর লস অ্যাঞ্জেলস। সেই শহরেরই বাসিন্দা হলেন সাঁতারু গ্যারি হল জুনিয়র। হল অলিম্পিকের মতো আসরে ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন। জিতেছিলেন পাঁচটি সোনা, তিনটি রূপো এবং দুটি ব্রোঞ্জ। তবে শুধু অলিম্পিক গেমসই নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জয় করেছিলেন তিনি। কিন্তু সেইসব পদক আজ মুহূর্তের মধ্যে এই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল। চোখের সামনে সেই ভয়বহতা দেখেও নীরব হয়ে ছাড়া আর হয়ত কিছুই করার ছিল না হলের। তবে শুধু পদকই নয়, এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে হলের বাড়িরও।

এই প্রসঙ্গে হল বলেন, ‘এমন পরিস্থিতি এর আগে কখনও দেখেনি। আগুন নিভলে ফের বাড়ি গিয়ে ছাইয়ের মধ্যে পদকগুলি খুঁজে দেখব। যদি পাই তাহলে ভাগ্য ভাল। আর না হলে কপাল হাতড়ানো ছাড়াই আর কিছুই থাকল না।’