ad
ad

Breaking News

মোলিনা

“স্ট্রিপ-বিশালের পরিবর্ত থাকলেও, তাঁকে……..”, পঞ্জাব ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন মোলিনা

খেলোয়াড়দের মধ্যে জেমন্স কামিন্সের আলাদা প্রশংসাও শোনা গেল মোলিনার গলায়। কামিন্সের সম্বন্ধে বলতে গিয়ে বাগান কোচ জানান, ‘জেসন যথেষ্ট বড় ফুটবলার। দলের জন্য ও প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তবুও সে বলেন, আমরা একটা দল। একটা পরিবারের মতোন।’

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার আইএসএল-র আসরে ঘরের মাঠে ফের খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোলিনার দল। অন্য দিকে পঞ্চনদের দলটি রয়েছে ৯ নম্বরে। মোহনবাগান এই ম্যাচে জিতলে লিগ-শিল্ড জেতার ক্ষেত্রে আরও অনেকটা পথ এগিয়ে যাবে। কাজেই লুকা মাচেন, বিনীত রাইদের ঘরের মাঠে হারানোই প্রধান লক্ষ্য হবে সাহাল-কামিন্সদের কাছে এটাই স্বাভাবিক বিষয়।

মঙ্গলবার এই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাগান  কোচ মোলিনা ও তাঁর দলের অন্যতম মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। এই ম্যাচে মোহনবাগান পাবে না দলের সেরা মিডিও আপুইয়াকে। কার্ড সমস্যার কারণে তাঁকে থাকতে হবে মাঠের বাইরে। তবে এইসব নিয়ে একেবারেই ভাবছেন না মোলিনা। তিনি বলেন, ‘আমার কাছে শুধু পাঞ্জব ম্যাচই নয়, প্রতিটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। চোট-আঘাত, কার্ড সমস্যা এগুলো থাকবেই। কেননা এইগুলি ম্যাচের অঙ্গ। কিন্তু আমার হাতে বিকল্প অনেক খেলোয়াড় আছেন। তাঁরাও সুযোগ পেলে নিজেদের প্রমাণ করে দেবেন। আমি আশা করব বুধবারের ম্যাচ থেকেও আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব।’

পাশাপাশি বাগান কোচ আরও বলেন, ‘খেলোয়াড়রা তাঁদের সেরাটা দেওয়ার মাঠকেই বেছে নেন। আমরা সেটপিস এবং রক্ষণের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর বেশি জোর দিয়েছি। ফ্রিকিক, সেটপিসগুলিতে দলের প্রধান খেলোয়াড়রাই বেশি অংশগ্রহণ করে বাকিদের গোলের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এবং আমার কাজে সাপোর্ট স্টাফরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাঁদের প্রশংসা না করাটা একেবারেই অন্যায়। শুধু তাই নয়, খেলোয়াড়রাও যথেষ্ট সহযোগিতা করেছেন।’

খেলোয়াড়দের মধ্যে জেমন্স কামিন্সের আলাদা প্রশংসাও শোনা গেল মোলিনার গলায়। কামিন্সের সম্বন্ধে বলতে গিয়ে বাগান কোচ জানান, ‘জেসন যথেষ্ট বড় ফুটবলার। দলের জন্য ও প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তবুও সে বলেন, আমরা একটা দল। একটা পরিবারের মতোন।’

এদিকে বুধবারের ম্যাচে ডিফেন্সের অন্যতম স্তম্ভ আলবার্তো রডরিগেজকে পাওয়া যাবে বলেই আশাবাদী মোলিনা। এই প্রসঙ্গে বাগানের হেডস্যার জানান, ‘সোমবার রড্রিগেজ পুরোপুরি অনুশীলন করেছেন। আমি আশাবাদী মঙ্গলবারও তাঁকে একইভাবে অনুশীলনে পাওয়া যাবে।’ পাশাপাশি মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং মঙ্গলবারই তাঁর দলের সঙ্গে অনুশীলন করার কথাও রয়েছে বলে জানান মোলিনা।