ad
ad

Breaking News

East Bengal FC

East Bengal FC: আরও দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলেই বাঙালি মিডিও

সেই সিদ্ধান্তেই শনিবার সরকারিভাবে শীলমোহড় দিলেন লাল-হলুদ কর্তারা।

east-bengal-FC-souvik-chakrabarti-contract-extension-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: আসন্ন মরসুমে একপ্রকার ঠিকই ছিল তাঁর ইমামি ইস্টবেঙ্গলে থাকা। সেই সিদ্ধান্তেই শনিবার সরকারিভাবে শীলমোহড় দিলেন লাল-হলুদ কর্তারা। আগামী দুই বছরের জন্য মিডফিল্ডার সৌভিকের স্থায়ী ঠিকানা লেসলি ক্লডিয়াস সরণি।(East Bengal FC)

সৌভিকের মত অভিজ্ঞ মিডফিল্ডারকে নিজেদের দলে ধরে রাখতে পেরে দারুণ খুশি ইমামি ইস্টবেঙ্গলের হেড অফ দ্য ফুটবল থিংবোই সিংটো। এই প্রসঙ্গে সিংটো জানান, ‘সৌভিকের মত একজন অভিজ্ঞ মিডফিল্ডারকে আমরা দলে ধরে রাখতে পেরে দারুণ খুশি।  সৌভিক ইতিমধ্যে আইএসএল-র মঞ্চে দেড়শো ম্যাচ খেলে ফেলেছেন। এবারও আমরা ওর কাছ থেকে সেরা পারফরম্যান্সই আশা করি।’(East Bengal FC)

[আরও পড়ুনঃ Nahid Islam: ‘বিচার আগে, তারপর নির্বাচন’-জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে নাহিদের স্পষ্ট বার্তা]

প্রসঙ্গত, হায়দরাবাদ এফসি থেকে ২০২২ সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন এই বাঙালি মিডফিল্ডার। তারপর থেকে লাল-হলুদ জার্সি গায়ে ৬৫টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। এছাড়া আইএসএল-র পাশাপাশি তিনি দলের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচেও খেলেছেন।(East Bengal FC)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

সৌভিকের মত অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ধরে রাখতে পেরে খুশি কোচ অস্কার ব্রুঁজোও। ইমামি ইস্টবেঙ্গল কোচ জানান,  ‘আমাদের দলে সৌভিক অভিজ্ঞ খেলোয়াড়। দলের প্রতি ওর দায়বদ্ধতা রয়েছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরে সিনিয়র খেলোয়াড় হিসেবে ওর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমিও আশাবাদী এবারও সৌভিক দলের জন্য তাঁর সেরা পারফরম্যান্সটাই আমাদের উপহার দেবে।’

পুরনো দলে থাকতে পেরে খুশি সৌভিক নিজেও। এই প্রসঙ্গে সৌভিক জানান, ‘গত তিন বছর ধরে আমি ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলছি। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের জার্সি পরে খেলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। লাল-হলুদ জার্সি পরে আমি সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছি। আরও বহু ম্যাচেও জিতেছি। আগামী দুই বছর চেষ্টা করব নিজের সেরা পারফরম্যান্সটা এই লাল-হলুদ জার্সি পরেই দিতে।’(East Bengal FC)