ad
ad

Breaking News

ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের সোশ্যাল সাইটে আত্মবিশ্বাসী পোষ্ট

Bengla Jago Desk: সম্প্রতি ইস্টবেঙ্গল যেন ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর । কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকেই চাইছে ট্রফির‌ খরা কাটাতে।  লাল হলুদের কোচ সমর্থকদেরকে আশ্বস্ত করেছেন যে ট্রফির খড়া কাটাবেন ই । সমর্থকেরা ভরসা পাচ্ছেন । এদিকে ইস্টবেঙ্গলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়েছে এক ছবি । যেখানে দেখা যাচ্ছে , ক্লেটন হাতে মশাল নিয়ে সঙ্গে […]

Bengla Jago Desk: সম্প্রতি ইস্টবেঙ্গল যেন ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর । কোচ থেকে খেলোয়াড় প্রত্যেকেই চাইছে ট্রফির‌ খরা কাটাতে।  লাল হলুদের কোচ সমর্থকদেরকে আশ্বস্ত করেছেন যে ট্রফির খড়া কাটাবেন ই । সমর্থকেরা ভরসা পাচ্ছেন । এদিকে ইস্টবেঙ্গলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়েছে এক ছবি । যেখানে দেখা যাচ্ছে , ক্লেটন হাতে মশাল নিয়ে সঙ্গে কোচের মুখে হাসি । সঙ্গে আত্মবিশ্বাস। সেই ছবি পোষ্ট করা হয়েছে সোশ্যাল সাইটে । সঙ্গে লেখা ছিলাম আছি থাকবো । সঙ্গে তার অন্যতম লক্ষ্য মোহনবাগানকে হারানো ।

শুধু ক্লাব ফুটবল নয়।  ব্যর্থতার ধারা কাটছে ধীরে ধীরে । এবার আইএসএলে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়েছে  ইস্টবেঙ্গল।যুবভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ম্যাচে কি হয় কি হয় অবস্থা । ম্যাচের ৮ মিনিটের মাথায় হিতেশের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ।হায়দরাবাদ এফসি শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায়।  চলতি মরশুমের যেন অন্য লাল হলুদ। চেনা লাল হলুদ। আক্রমণাত্মক লাল হলুদ । জয়ের ধারা বজায় রাখা লাল হলুদ ।  এই ইস্টবেঙ্গলের সঙ্গে গত ৩ মরশুমের ইস্টবেঙ্গলকে গুলিয়ে ফেললে মুশকিল।

সেই আমেজটা যে চলছে তা একেবারেই স্পষ্ট । ট্রফির স্বপ্ন দেখাচ্ছেন কুয়াদ্রাত।  লাল-হলুদ কোচ আগেই  বলেছেন , ‘আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় লাগতে পারে। সাফল্য চট করে আসেনা। সময় লাগে। সেটাই চলছে। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে। এটাই ইতিবাচক দিক। তার এ কথা মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছে কলকাতা থেকে কাকদ্বীপের সমর্থকদের মধ্যে ।  যে পোষ্ট করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে সেখানে বয়ে গেছে লাইক কমেন্টের বন্যা। কিছুদিন আগে মশাল জ্বেলেছিলেন ক্লেটন  সিলভা। সেই ছবিটাই রাখা হয়েছে সোশ্যাল সাইটে ।

Free Access